পুবের কলম ওয়েবডেস্কঃ কাবুলের পতন যে শুধু সময়ের অপেক্ষা তা আগেই বুঝেছিলেন কাবুলের মার্কিন দূতাবাসের কর্মীরা। তাই যাবতীয় নথিপত্র তারা পুড়িয়ে দিলেন।
এরপর প্রস্তুত রাখা হেলিকপ্টারে একের পর এক কর্মীকে দূতাবাস থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালেই পতন হয়েছে জালালাবাদের। এখন শুধু কাবুলের পতন সময়ের অপেক্ষা
স্বাক্ষরিত চুক্তি মেনে এ বছর ৯ মার্চ থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা। জুন মাসের শেষ দিকে সরাসরি আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাধে তালিবানের। আফগান বাহিনীকে পরাস্ত করে দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগোতে শুরু করে তালিবান। তার পর দেড় মাসের মধ্যেই কাবুল দখল নিল তারা।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কাবুলে মার্কিন দূতাবাসের যাবতীয় নথি পুড়িয়ে দিলেন কর্মীরা
-
সুস্মিতা - আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার
- 26
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























