ভারতে দ্রুত পরিষেবা চালু করতে চলেছে ‘স্টারলিঙ্ক’, সবুজ সংকেত কেন্দ্রের

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: দ্রুত ভারতে পরিষেবা চালু করতে চলেছে ধনকুবের ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’। ইতিমধ্যে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে। এই মাসের মাঝামাঝিই লাইসেন্স পেয়ে যাবে মাস্কের সংস্থা। এতথ্য জানিয়েছেন জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের। মনে করা হচ্ছে, ‘স্টারলিঙ্ক’ ভারতে পরিষেবা দেওয়া শুরু করলে প্রযুক্তিজগতে আমূল পরিবর্তন আসবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে এই লাইসেন্স পাওয়ার আবেদন করে চলেছে স্টারলিঙ্ক। এবার তারা টেলিকম দফতরের নয়া নিয়মে রাজি হতেই উজ্জ্বল হয়ে গিয়েছে অনুমোদনের সম্ভাবনা। তবে লাইসেন্স পেলেই হবে না। এরপরও বাকি থাকবে আরও এক সবুজ সংকেত। ‘ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার’ যদি অনুমতি দিয়ে দেয় তাহলেই চূড়ান্ত সম্মতি পেয়ে যাবে তারা।