১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

চামেলি দাস
  • আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্ক:  একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অতিরিক্ত গরমে নাজেহাল পড়ুয়ারা। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই পরিস্থিতিতে আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল বন্ধের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: কসবার আইন কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

গত কয়েকদিনে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে জেলাগুলিতে একাধিক স্কুলে পড়ুয়াদের গরমে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আগামিকাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

জুন মাসের মাঝামাঝি তাও দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। উল্টে তীব্র দাবদাহ রয়েছে একাধিক জেলায়। বুধবার স্কুল শিক্ষা কমিশনার রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শককে দুপুরের দিকে ব্যায়াম ও খেলাধুলার ক্লাস এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার দু’দিনের জন্য স্কুল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অতিরিক্ত গরমে নাজেহাল পড়ুয়ারা। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই পরিস্থিতিতে আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল বন্ধের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: কসবার আইন কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

গত কয়েকদিনে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে জেলাগুলিতে একাধিক স্কুলে পড়ুয়াদের গরমে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আগামিকাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

জুন মাসের মাঝামাঝি তাও দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। উল্টে তীব্র দাবদাহ রয়েছে একাধিক জেলায়। বুধবার স্কুল শিক্ষা কমিশনার রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শককে দুপুরের দিকে ব্যায়াম ও খেলাধুলার ক্লাস এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার দু’দিনের জন্য স্কুল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী