০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে রাজ্যজুড়ে মেডিক্যাল টিম স্বাস্থ্য দফতরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক: ২০২৩-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যজুড়ে বিভিন্ন স্তরের হাসপাতাল,  স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিক্যাল কলেজগুলিতে মেডিক্যাল টিম গঠনের কথা বলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর।

এই রাজ্যে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই পরীক্ষা চলবে আগামী চার মার্চ পর্যন্ত। এবং, ২০২৩-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ। এই পরীক্ষা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। এই দুই পরীক্ষার কোনও পরীক্ষার্থীর ক্ষেত্রে যদি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়, তা হলে দ্রুত যাতে তার ব্যবস্থা করা সম্ভব হয়, সেই লক্ষ্যে রাজ্যজুড়ে মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দফতরের এক নোটিশে এমনই জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান, জেলা সদর হাসপাতাল, মহকুমা হাসপাতাল,  স্টেট জেনারেল হাসপাতাল, রুরাল হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখতে হবে ২০২৩-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই এই নোটিশ রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠানের এমএসভিপি এবং স্বাস্থ্যজেলা সহ রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠিয়ে এই মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে রাজ্যজুড়ে মেডিক্যাল টিম স্বাস্থ্য দফতরের

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ২০২৩-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যজুড়ে বিভিন্ন স্তরের হাসপাতাল,  স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিক্যাল কলেজগুলিতে মেডিক্যাল টিম গঠনের কথা বলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর।

এই রাজ্যে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই পরীক্ষা চলবে আগামী চার মার্চ পর্যন্ত। এবং, ২০২৩-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ। এই পরীক্ষা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। এই দুই পরীক্ষার কোনও পরীক্ষার্থীর ক্ষেত্রে যদি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়, তা হলে দ্রুত যাতে তার ব্যবস্থা করা সম্ভব হয়, সেই লক্ষ্যে রাজ্যজুড়ে মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দফতরের এক নোটিশে এমনই জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান, জেলা সদর হাসপাতাল, মহকুমা হাসপাতাল,  স্টেট জেনারেল হাসপাতাল, রুরাল হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখতে হবে ২০২৩-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই এই নোটিশ রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠানের এমএসভিপি এবং স্বাস্থ্যজেলা সহ রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠিয়ে এই মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর