ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: চাঙ্গা শেয়ার বাজার

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 48
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে কিছুটা ঝিমিয়ে গিয়েছিল ভারতের শেয়ার বাজার। যুদ্ধবিরতির ঘোষণা বাজারে চাঙ্গা ভাব ফিরিয়ে এনেছে। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হয়। স্বাভাবিকভাবেই শেয়ার কারবারিদের নজর ছিল সোমবার বাজার খোলার দিকে। দেখা যায় বাজার খুলতেই লাফিয়ে সেনসেক্স উঠে যায় প্রায় ২২৪০ পয়েন্ট। নিফটি ৫০-ও ৬৯৪.৬৫ পয়েন্ট বেড়ে ২৪,৭০২-এ লেনদেন করেছিল। বাজারে এই উত্থানের পর বাজার মূলধন ১২ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার অবশ্য সেনসেক্স ও নিফটি ৫০ পতন হয়েছে ১ শতাংশের বেশি। এদিকে, মঙ্গলবার সিপিআই (কনজিউমার প্রাইস ইনডেক্স) মুদ্রাস্ফীতির যে পরিমাপ করেছে তাতে বলা হয়েছে, ভারতীয় রিটেল বাজারে এই মুদ্রাস্ফীতির হার ৩.১৬ শতাংশ যা গত ৬৯ মাসের মধ্যে সর্বনিম্ন। যা একটি ইতিবাচক দিক। অন্যদিকে, যুদ্ধ আবহে বিপুল ধস নেমেছিল পাকিস্তানের স্টক মার্কেটেও। করাচি স্টক এক্সচেঞ্জ অর্থাৎ কেএসই ১০০-এর বিশাল পতনের কারণে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন।