মাত্র ২ টাকায় মিলবে পেটভরা খাবার

- আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 9
পুবের কলম প্রতিবেদকঃ মাত্র দুই টাকা দিয়ে প্রান্তিক মানুষদের দুপুরের খাবার দিচ্ছে ‘দ্যা হেলপিং হ্যান্ড’ নামের একটি সংগঠন। বিধাননগর পুরনিগমের তেঘরিয়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে এই খাদ্য বিতরণ কেন্দ্রের সূচনা হল বৃহস্পতিবার রাতে। এদিনই ১০০ দুস্থ মানুষকে কম্বল দেওয়া হল। এই সামাজিক কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা সমাজসেবী অরবিন্দ শর্মা জানান, একেবারেই বিনামূল্যে আমরা ডাল-ভাত-সবজি তিন খাওয়াতে পারতাম। তাতে অনেক গরীব মানুষই আসতে দ্বিধা করতেন। তাই আমরা মূল্য নিচ্ছি মাত্র দুই টাকা। আগামী এক মাস এই কর্মকাণ্ড চলবে।
পরে আবার পরিস্থিতি বুঝে বাড়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রঞ্জিত জয়সোয়াল, নজরুল মল্লিক, ইরফান সিদ্দিকি বিশিষ্ট শিক্ষক সেখ রাজু আলি প্রমুখ।