০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ওষুধে কাঁচের টুকরো, ২৪ হাজার সিরিঞ্জ ফিরিয়ে নিল সান ফার্মা

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
  • / 55

পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য ব্যবহৃত এক ধরণের প্রিফিলড সিরিঞ্জ তৈরি করে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মাসিউটিক্যাল ইণ্ডাসট্রিজ। আমেরিকায় বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করেন সেখানকার অনেক চিকিৎসকই।  মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশনস-র মতে, সান ফার্মার ওই প্রিফিলড সিরিঞ্জে কাঁচের টুকরো পাওয়া গেছে। এই অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি আমেরিকায় পাঠানো প্রায় ২৪ হাজারের বেশি বন্ধ্যাত্বের ওষুধ ফিরিয়ে নিয়েছে সান ফার্মাসিউটিক্যাল ইণ্ডাসট্রিজ।

মুম্বই-ভিত্তিক এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি সিরিঞ্জগুলি মার্কিন বাজারে বিতরণ করেছিল নিউ জার্সি-ভিত্তিক ফেরিং ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেড। গত ১৯ এপ্রিল আমেরিকার বাজার থেকে এই ওষুধ প্রত্যাহার করা শুরু হয়েছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে বাড়ছে অগুন্তি জীবনদায়ী ওষুধের দাম

এছাড়াও আরও একটি পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য এই একই ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাঁদের পাঠানো নরএপিনেফ্রিন বিটারট্রেট নামের একটি ইনজেকশনের ১৬ হাজার ৪৫০টি শিশি প্রত্যাহার করেছে। এছাড়াও উচ্চরক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত ৩৪ হাজার ওষুধের শিশি স্বেচ্ছায় প্রত্যাহার করছে ভারতীয় এই সংস্থা। উল্লেখ্য বিশ্বে ভারতীয় ওষুধের একটা বড় বাজার রয়েছে। প্রতি বছর বিদেশে ওষুধ রপ্তানি করে ভারত প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমদানি করে। উল্লেখ্য, সম্প্রতি গাম্বিয়ায় ভারতে  প্রস্তুত কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ সামনে আসার পর ভারতীয় ওষুধের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বজুড়ে।

আরও পড়ুন: ন্যায্য মূল্যের ওষুধের দোকান

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার জাম্বি গ্রামে রয়েছে শত রোগের ওষুধ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওষুধে কাঁচের টুকরো, ২৪ হাজার সিরিঞ্জ ফিরিয়ে নিল সান ফার্মা

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য ব্যবহৃত এক ধরণের প্রিফিলড সিরিঞ্জ তৈরি করে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মাসিউটিক্যাল ইণ্ডাসট্রিজ। আমেরিকায় বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করেন সেখানকার অনেক চিকিৎসকই।  মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশনস-র মতে, সান ফার্মার ওই প্রিফিলড সিরিঞ্জে কাঁচের টুকরো পাওয়া গেছে। এই অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি আমেরিকায় পাঠানো প্রায় ২৪ হাজারের বেশি বন্ধ্যাত্বের ওষুধ ফিরিয়ে নিয়েছে সান ফার্মাসিউটিক্যাল ইণ্ডাসট্রিজ।

মুম্বই-ভিত্তিক এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি সিরিঞ্জগুলি মার্কিন বাজারে বিতরণ করেছিল নিউ জার্সি-ভিত্তিক ফেরিং ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেড। গত ১৯ এপ্রিল আমেরিকার বাজার থেকে এই ওষুধ প্রত্যাহার করা শুরু হয়েছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে বাড়ছে অগুন্তি জীবনদায়ী ওষুধের দাম

এছাড়াও আরও একটি পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য এই একই ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাঁদের পাঠানো নরএপিনেফ্রিন বিটারট্রেট নামের একটি ইনজেকশনের ১৬ হাজার ৪৫০টি শিশি প্রত্যাহার করেছে। এছাড়াও উচ্চরক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত ৩৪ হাজার ওষুধের শিশি স্বেচ্ছায় প্রত্যাহার করছে ভারতীয় এই সংস্থা। উল্লেখ্য বিশ্বে ভারতীয় ওষুধের একটা বড় বাজার রয়েছে। প্রতি বছর বিদেশে ওষুধ রপ্তানি করে ভারত প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমদানি করে। উল্লেখ্য, সম্প্রতি গাম্বিয়ায় ভারতে  প্রস্তুত কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ সামনে আসার পর ভারতীয় ওষুধের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বজুড়ে।

আরও পড়ুন: ন্যায্য মূল্যের ওষুধের দোকান

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার জাম্বি গ্রামে রয়েছে শত রোগের ওষুধ