২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিপাকে সুনাক!

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার
  • / 7

লন্ডন, ২৭ মে: আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার দল কনজারভেটিভ পার্টির বহু সাংসদ জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। গত শুক্রবার পর্যন্ত ৭৮ জন সংসদ সদস্য জানিয়ে দিয়েছেন তারা এ নির্বাচনে অংশ নেবেন না। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালের নির্বাচনে ৭২ জন সাংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন। ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন আরও পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তবে কারও কথা না শুনেই আগাম নির্বাচন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ঋষি সুনাক ২০২২ সাল থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। কিন্তু দেশটিতে উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে ক্ষমতাসীন দলটি জনমত সমীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপাকে সুনাক!

আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার

লন্ডন, ২৭ মে: আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার দল কনজারভেটিভ পার্টির বহু সাংসদ জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। গত শুক্রবার পর্যন্ত ৭৮ জন সংসদ সদস্য জানিয়ে দিয়েছেন তারা এ নির্বাচনে অংশ নেবেন না। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালের নির্বাচনে ৭২ জন সাংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন। ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন আরও পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তবে কারও কথা না শুনেই আগাম নির্বাচন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ঋষি সুনাক ২০২২ সাল থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। কিন্তু দেশটিতে উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে ক্ষমতাসীন দলটি জনমত সমীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে।