১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন, জানাল বনদফতর

সুস্মিতা
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 902

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং:  পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত। তবে গত কয়েকদিন ফেক নিউজের দাপটে পর্যটক এবং সুন্দরবনের লঞ্চ,বোট মালিকরা দিশেহারা।তবে সমস্তটাই ফেক নিউজ সেটা বনদফতর ও সুন্দরবন টাইগার রিজার্ভ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য বেশকিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয় সুন্দরবন বন্ধ থাকবে তিনমাস। সংবাদে বলা হয়েছে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর প্রজননের সময়। এমন ফেক নিউজ সম্পর্কে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ইকো-ট্যুরিজম রেঞ্জার শিলাদিত্য আচার্য জানিয়েছেন, ‘একটা ফেক নিউজ নজরে এসেছে।তবে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত রয়েছে। অযথা গুজবে কান দেবেন না।’

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ

আরও পড়ুন: সল্টলেক থেকে সুন্দরবনের নয়া বাস রুট চালু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন, জানাল বনদফতর

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং:  পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত। তবে গত কয়েকদিন ফেক নিউজের দাপটে পর্যটক এবং সুন্দরবনের লঞ্চ,বোট মালিকরা দিশেহারা।তবে সমস্তটাই ফেক নিউজ সেটা বনদফতর ও সুন্দরবন টাইগার রিজার্ভ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য বেশকিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয় সুন্দরবন বন্ধ থাকবে তিনমাস। সংবাদে বলা হয়েছে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর প্রজননের সময়। এমন ফেক নিউজ সম্পর্কে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ইকো-ট্যুরিজম রেঞ্জার শিলাদিত্য আচার্য জানিয়েছেন, ‘একটা ফেক নিউজ নজরে এসেছে।তবে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত রয়েছে। অযথা গুজবে কান দেবেন না।’

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ

আরও পড়ুন: সল্টলেক থেকে সুন্দরবনের নয়া বাস রুট চালু