১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

SSC-র পর বড় ধাক্কা সঞ্জীব খন্নার, সাত বিচারপতিকে বদলির সুপারিশ

চামেলি দাস
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 248

পুবের কলম, ওয়েবডেস্ক: হাইকোর্টের সাতজন বিচারপতিকে বদলি করা হল। বিচারপতিদের বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।এর মধ্যে শুধু কর্নাটক হাইকোর্টেরই চারজন বিচারপতি রয়েছেন। বিচার বিভাগে ভারসাম্য এবং ন্যায়বিচারে প্রশাসনকে শক্তিশালী করতে এই বদলির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

আরও পড়ুন: ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা

আরও পড়ুন: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের

 গত ১৫ এবং ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠক হয়। ওই বৈঠকের শেষে হাই কোর্টের বিচারপতিদের বদলির প্রস্তাব করা হয়। কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের মধ্যে হেমন্ত চন্দনগৌদরকে মাদ্রাজ হাইকোর্টে, বিচারপতি কৃষ্ণন নটরাজনকে কেরল হাইকোর্টে, নেরানাহাল্লি শ্রীনিবাসন সঞ্জয় গৌড়াকে গুজরাট হাইকোর্টে এবং বিচাপতি দিক্ষিত কৃষ্ণা শ্রীপাদকে ওড়িশা হাইকোর্টে বদলির প্রস্তাব করা হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্টের বিচাপতি পেরুগু শ্রী সুধাকে কর্নাটক হাইকোর্টে, বিচারপতি কাসোজু সুরিন্দরকে মাদ্রাজ হাইকোর্টে বদলির প্রস্তাব করেছে কলেজিয়াম। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি কুম্ভজাদালা মনমাধা রাওকে কর্নাটক হাইকোর্টের বদলির প্রস্তাব দিয়েছে বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম।

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

আরও পড়ুন: বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SSC-র পর বড় ধাক্কা সঞ্জীব খন্নার, সাত বিচারপতিকে বদলির সুপারিশ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হাইকোর্টের সাতজন বিচারপতিকে বদলি করা হল। বিচারপতিদের বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।এর মধ্যে শুধু কর্নাটক হাইকোর্টেরই চারজন বিচারপতি রয়েছেন। বিচার বিভাগে ভারসাম্য এবং ন্যায়বিচারে প্রশাসনকে শক্তিশালী করতে এই বদলির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

আরও পড়ুন: ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা

আরও পড়ুন: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের

 গত ১৫ এবং ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠক হয়। ওই বৈঠকের শেষে হাই কোর্টের বিচারপতিদের বদলির প্রস্তাব করা হয়। কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের মধ্যে হেমন্ত চন্দনগৌদরকে মাদ্রাজ হাইকোর্টে, বিচারপতি কৃষ্ণন নটরাজনকে কেরল হাইকোর্টে, নেরানাহাল্লি শ্রীনিবাসন সঞ্জয় গৌড়াকে গুজরাট হাইকোর্টে এবং বিচাপতি দিক্ষিত কৃষ্ণা শ্রীপাদকে ওড়িশা হাইকোর্টে বদলির প্রস্তাব করা হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্টের বিচাপতি পেরুগু শ্রী সুধাকে কর্নাটক হাইকোর্টে, বিচারপতি কাসোজু সুরিন্দরকে মাদ্রাজ হাইকোর্টে বদলির প্রস্তাব করেছে কলেজিয়াম। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি কুম্ভজাদালা মনমাধা রাওকে কর্নাটক হাইকোর্টের বদলির প্রস্তাব দিয়েছে বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম।

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

আরও পড়ুন: বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট