কেনো বার বার নির্দেশ অমান্য, যোগগুরু রামদেবকে ফের তলব করল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না যোগগুরু রামদেব বাবার। একের পর এক মামলায় ফেঁসে চলেছে তাঁর সাধের পতঞ্জলি। এবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় যোগগুরু রামদেবকে তলব করল শীর্ষ আদালত। এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ উঠেছে যোগগুরুর সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে। কেন বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে রামদেবের সংস্থা, তার জবাব জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে তার পতঞ্জলি সংস্থা। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ পতঞ্জলির সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালাকৃষ্ণকেও তলব করেছে।
বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ভুগতে হবে।