১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার
  • / 209

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

নতুন দিল্লি: পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের ইস্যুতে সুপ্রিম কোর্টে♦ আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার প্রেক্ষিতে রাজ্যের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল আদালতের কাছে হাইকোর্টের বিতর্কিত রায় স্থগিত রাখার আবেদন জানান। তিনি আরও জানান, ইন্টারিম স্টে নিয়ে আদালতের বক্তব্য শোনার পর মামলার মূল বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

কপিল সিব্বল তাঁর উপস্থাপনায় বলেন, “হাইকোর্ট ২০১০ সালের পর থেকে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলো♦ বাতিল করেছে, যার ভিত্তিতে বহু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এই রায়ের ফলে নতুন নিয়োগ কার্যত বন্ধ হয়ে গেছে।”

 

♠ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ♠

তিনি আরও বলেন, “হাইকোর্টের এই রায়ে ৭৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সম্প্রদায়গুলিকে কেন্দ্রীয় তালিকা, মণ্ডল কমিশন, কিংবা প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবুও আদালত বলছে, সেগুলি বাতিল করা হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।”

 

♦সুপ্রিম কোর্টে♦ আজকের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির দিন ৯ ডিসেম্বর, দুপুর ২টা নির্ধারণ করেছে।

⇐মামলার বিবরণ⇔

মামলার নাম: দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স বনাম অমল চন্দ্র দাস

ডায়েরি নম্বর: ২৭২৮৭/২০২৪

কলকাতা হাইকোর্টের আইনজীবী মিজানুল কবির পুবের কলমকে জানান, “পরবর্তী শুনানির তারিখ ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিচারপতিদের মতামত দেখে আশা করা যায়, ওই দিন অন্তর্বর্তী আদেশ পাওয়া যেতে পারে।” এই মামলার প্রভাব পড়েছে রাজ্যের নিয়োগ ও শিক্ষাক্ষেত্রে। তাই এই শুনানি নিয়ে সকল মহলে কৌতূহল তুঙ্গে।

♠ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ♠

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার

নতুন দিল্লি: পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের ইস্যুতে সুপ্রিম কোর্টে♦ আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার প্রেক্ষিতে রাজ্যের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল আদালতের কাছে হাইকোর্টের বিতর্কিত রায় স্থগিত রাখার আবেদন জানান। তিনি আরও জানান, ইন্টারিম স্টে নিয়ে আদালতের বক্তব্য শোনার পর মামলার মূল বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

কপিল সিব্বল তাঁর উপস্থাপনায় বলেন, “হাইকোর্ট ২০১০ সালের পর থেকে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলো♦ বাতিল করেছে, যার ভিত্তিতে বহু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এই রায়ের ফলে নতুন নিয়োগ কার্যত বন্ধ হয়ে গেছে।”

 

♠ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ♠

তিনি আরও বলেন, “হাইকোর্টের এই রায়ে ৭৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সম্প্রদায়গুলিকে কেন্দ্রীয় তালিকা, মণ্ডল কমিশন, কিংবা প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবুও আদালত বলছে, সেগুলি বাতিল করা হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।”

 

♦সুপ্রিম কোর্টে♦ আজকের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির দিন ৯ ডিসেম্বর, দুপুর ২টা নির্ধারণ করেছে।

⇐মামলার বিবরণ⇔

মামলার নাম: দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স বনাম অমল চন্দ্র দাস

ডায়েরি নম্বর: ২৭২৮৭/২০২৪

কলকাতা হাইকোর্টের আইনজীবী মিজানুল কবির পুবের কলমকে জানান, “পরবর্তী শুনানির তারিখ ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিচারপতিদের মতামত দেখে আশা করা যায়, ওই দিন অন্তর্বর্তী আদেশ পাওয়া যেতে পারে।” এই মামলার প্রভাব পড়েছে রাজ্যের নিয়োগ ও শিক্ষাক্ষেত্রে। তাই এই শুনানি নিয়ে সকল মহলে কৌতূহল তুঙ্গে।

♠ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ♠