পুবের কলম, ওয়েবডেস্ক: কেরল, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন আবেদনগুলিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত জানতে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে চলছে এসআইআর কার্যক্রম, যা বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য সরকারের আপত্তির মুখে পড়েছে।
এর আগে বাংলা ও তামিলনাড়ুসহ কয়েকটি রাজ্য এসআইআরের সময়সীমা ও প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। পরবর্তীতে কেরল সরকার, সেখানকার সিপিএম-সহ আরও কয়েকটি পক্ষ নতুন করে মামলা দায়ের করে। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হয় এই মামলাগুলির। আবেদনকারীরা অভিযোগ করেন, এসআইআর বাস্তবায়নের সময়সীমা ও নিয়মাবলি অবাস্তব এবং ত্রুটিপূর্ণ।
এদিন আদালত নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে এসব অভিযোগের জবাব চেয়েছে। মামলাগুলির পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর। অন্যদিকে, উত্তরপ্রদেশের বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের আবেদন করে পৃথক মামলা করেছেন। তাঁর মামলাতেও কমিশনের জবাব চেয়েছে আদালত, যদিও শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।





























