০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ড সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

মাসুদ আলি
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 57

পুবের কলম ওয়েবডেস্ক : হরিদ্বারে ধর্ম সংসদের সভায় মুসলিমদের গণহারে হত্যার কথা বলেছেন গেরুয়াধারী কিছু সন্ন্যাসী।বিদ্বেষীরা গণহত্যার কথা বললেও তাদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার এই মামলার প্রথম শুনানি ছিল সুপ্রিম কোর্টে।এদিন উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল শীর্ষ কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানা,বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের করা মামলার শুনানি ছিল এদিন।

গত বছরের ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে চলে ধর্ম সংসদ৷ সেখানে মুসলিমবিরোধী বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন সাধু ও সন্তদের বিরুদ্ধে। সম্প্রতি ওই সমাবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানেসাধুরা বলেন, নিজেদের অস্তিত্ব রাখার জন্য হিন্দুদের হাতে অস্ত্র হাতে তুলে নিতে বলছেন তারা। সেই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার কথা বলছেন তারা। ভিডিও ক্লিপে একজনকে বলতে শোনা যায়, ‘ আমার ১০০ জন লোক চাই যারা ওদের ২০ লক্ষ লোককে হত্যা করবে।’ এই সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

মামলাকারীদের পক্ষে এ দিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি জানান, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারের ধর্ম সংসদের সভায় যা ঘটেছিল, তার বিরুদ্ধেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুধু উত্তরাখণ্ড সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই ইস্যুতে নোটিস দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ড সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : হরিদ্বারে ধর্ম সংসদের সভায় মুসলিমদের গণহারে হত্যার কথা বলেছেন গেরুয়াধারী কিছু সন্ন্যাসী।বিদ্বেষীরা গণহত্যার কথা বললেও তাদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার এই মামলার প্রথম শুনানি ছিল সুপ্রিম কোর্টে।এদিন উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল শীর্ষ কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানা,বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের করা মামলার শুনানি ছিল এদিন।

গত বছরের ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে চলে ধর্ম সংসদ৷ সেখানে মুসলিমবিরোধী বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন সাধু ও সন্তদের বিরুদ্ধে। সম্প্রতি ওই সমাবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানেসাধুরা বলেন, নিজেদের অস্তিত্ব রাখার জন্য হিন্দুদের হাতে অস্ত্র হাতে তুলে নিতে বলছেন তারা। সেই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার কথা বলছেন তারা। ভিডিও ক্লিপে একজনকে বলতে শোনা যায়, ‘ আমার ১০০ জন লোক চাই যারা ওদের ২০ লক্ষ লোককে হত্যা করবে।’ এই সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

মামলাকারীদের পক্ষে এ দিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি জানান, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারের ধর্ম সংসদের সভায় যা ঘটেছিল, তার বিরুদ্ধেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুধু উত্তরাখণ্ড সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই ইস্যুতে নোটিস দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা