০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সুপ্রিম কোর্ট মানুষের আদালত: বিচারপতি চন্দ্রচূড়

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
- / 8
নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সুপ্রিম কোর্ট আদতে ‘মানুষের আদালত’। তার দ্বারস্থ হতে কোনও মানুষের কোনও দ্বিধা থাকা উচিৎ না। রবিবার সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে এ কথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, স্বাধীন ভারতে গত সাত যুগ ধরে শীর্ষ আদালত ‘মানুষের আদালত’ হিসেবে কাজ করেছে। সুবিচারের আশায় হাজার-হাজার দেশবাসী এই প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে। তাদের করা মামলাগুলি আদালতের কাছে শুধু নম্বর না। এগুলি প্রমাণ করে যে মানুষ এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করে। এবং আদালতও তাদের সুবিচার দিতে অঙ্গীকারবদ্ধ।