পদপিষ্টে মৃত্যুমিছিল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের, চাপের মুখে বিজয়

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশে চাপের মুখে পড়লেন দক্ষিনি অভিনেতা তথা তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) চিফ বিজয়। অভিনেতার রাজনৈতিক প্রচারে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ বলে, ‘নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে এবং গোটা জাতিকে নাড়া দিয়েছে।’
এরপর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকেও নিযুক্ত করেছে শীর্ষ আদালত। রাস্তোগীর নেতৃত্বের তিন সদস্যের কমিটির নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কমিটিতে দু’জন IPS অফিসার থাকবেন। তাঁরা তামিলনাড়ুর ক্যাডার হতে পারেন, কিন্তু সেখানকার বাসিন্দা হবে না।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণী রাজ্য তামিলনাড়ু জুড়ে রাজনৈতিক সফর শুরু করেছিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। তবে চলতি সপ্তাহে রাজ্যের করুর জেলায় বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে দুই সপ্তাহের জন্য তার রাজ্যব্যাপী সফর স্থগিত করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) টিভিকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের এক বিবৃতিতে বিজয়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে।