০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা
কিবরিয়া আনসারি
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 84
পুবের কলম, ওয়েবডেস্ক: জনবহুল এলাকা থেকে সম্পূর্ণভাবে পথকুকুর সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার পথকুকুরের কামড় সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, স্কুল, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও স্পোর্টস কমপ্লেক্সের মতো জায়গাগুলোয় আর কোনও পথকুকুর রাখা যাবে না।
বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানায়, আট সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। পাশাপাশি আদালতের নির্দেশ, এসব জায়গায় যেন ভবিষ্যতে কুকুর ঢুকতে না পারে, তার জন্য সঠিকভাবে ফেন্সিংয়ের ব্যবস্থা করতে হবে।
আদালত আরও জানিয়েছে, সরানো কুকুরদের অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুল অনুযায়ী বন্ধ্যাত্বকরণ ও টিকাকরণের পর আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এর সম্পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসনের।
উল্লেখ্য, দিল্লিতে কুকুরের হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাতেই এসেছে এই নতুন নির্দেশ, যা দেশের নগর প্রশাসনের জন্য একটি বড় নির্দেশিকা হয়ে উঠতে পারে।
Tag :
eight-week deadline hospitals railway stations removal stray dogs from schools Supreme Court orders














































