১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওবিসি মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্ক : ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার জট এখনই কাটছে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে গেল। রাজ্যের আবেদনের উপর ভিত্তি করে, প্রধান বিচারপতি বিআর গাভাই স্পষ্ট জানান, মামলাটি যথাযথ সময়েই শুনানি হবে।

এই মামলার জেরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং-সহ একাধিক পরীক্ষার ফলপ্রকাশ আটকে আছে, ফলে চরম সমস্যায় পড়ছেন সমস্ত ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী কুণাল মিমানি আবেদন জানান প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু প্রধান বিচারপতি বলেন, “মামলা তো শুনানির লিস্টেই রয়েছে।” আদালতে মিমানি জানান, কলকাতা হাই কোর্ট এ নিয়ে একের পর এক নির্দেশ দিচ্ছে।

আরও পড়ুন: কাল সুপ্রিম কোর্টে নিমিশা প্রিয়া মামলার শুনানি

তাতে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা তো হাই কোর্টকে কোনরকম নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। আপনি আদালত অবমাননার একটি নতুন আবেদন জমা দিন।” গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র বিজ্ঞপ্তি সংক্রান্ত রায় স্থগিত করে।

আরও পড়ুন: ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই

এরপর গত বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্সের পুরনো মেধাতালিকা বাতিল করে ১৫ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। আদালত জানায়, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনে মেধাতালিকা তৈরি করতে হবে এবং ৭ শতাংশ সংরক্ষণ বহাল থাকবে।

আরও পড়ুন: ১৬টি স্বর্ণপদক জিতে দেশবাসীকে চমকে দেওয়া হিজাবি বুশরার একান্ত সাক্ষাৎকার

হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সুপ্রিম কোর্টে যায়। মামলার পরবর্তী শুনানি হবে ৯ সেপ্টেম্বর। ফলত, লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঝুলে রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওবিসি মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার জট এখনই কাটছে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে গেল। রাজ্যের আবেদনের উপর ভিত্তি করে, প্রধান বিচারপতি বিআর গাভাই স্পষ্ট জানান, মামলাটি যথাযথ সময়েই শুনানি হবে।

এই মামলার জেরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং-সহ একাধিক পরীক্ষার ফলপ্রকাশ আটকে আছে, ফলে চরম সমস্যায় পড়ছেন সমস্ত ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী কুণাল মিমানি আবেদন জানান প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু প্রধান বিচারপতি বলেন, “মামলা তো শুনানির লিস্টেই রয়েছে।” আদালতে মিমানি জানান, কলকাতা হাই কোর্ট এ নিয়ে একের পর এক নির্দেশ দিচ্ছে।

আরও পড়ুন: কাল সুপ্রিম কোর্টে নিমিশা প্রিয়া মামলার শুনানি

তাতে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা তো হাই কোর্টকে কোনরকম নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। আপনি আদালত অবমাননার একটি নতুন আবেদন জমা দিন।” গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র বিজ্ঞপ্তি সংক্রান্ত রায় স্থগিত করে।

আরও পড়ুন: ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই

এরপর গত বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্সের পুরনো মেধাতালিকা বাতিল করে ১৫ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। আদালত জানায়, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনে মেধাতালিকা তৈরি করতে হবে এবং ৭ শতাংশ সংরক্ষণ বহাল থাকবে।

আরও পড়ুন: ১৬টি স্বর্ণপদক জিতে দেশবাসীকে চমকে দেওয়া হিজাবি বুশরার একান্ত সাক্ষাৎকার

হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সুপ্রিম কোর্টে যায়। মামলার পরবর্তী শুনানি হবে ৯ সেপ্টেম্বর। ফলত, লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঝুলে রয়েছে।