SIR নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 60
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ফের বিহারে ভোটার তালিকা পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের শুনানি করবে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সুর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলার শুনানি পরিচালনা করবেন। আদালত বিহার স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে নির্দেশ দিয়েছে, জেলা স্তরের আইনি পরিষেবা সংস্থার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের সাহায্যে প্যারালিগাল স্বেচ্ছাসেবক ও লিগ্যাল এইড আইনজীবী নিয়োগ করতে।
নির্বাচন কমিশন (ECI) অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটারদের নাম গণহারে বাদ দেওয়া হয়নি। কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, যাদের নাম বাদ পড়ার অভিযোগ, তাঁরা কখনও খসড়া তালিকায় ছিলেন না কারণ প্রয়োজনীয় ফর্ম জমা দেননি। যদিও আদালত এই হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।