ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট
- আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, বুধবার
- / 256
পুবের কলম, ওয়েবডেস্ক: ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চায় সুপ্রিম কোর্ট। বুধবার এক শুনানিতে শীর্ষ আদালত জানায়, মামলার বিচারে অযথা দেরি রোধে এই পদক্ষেপ প্রয়োজন। বিষয়টি নিয়ে দেশজুড়ে একটি গাইডলাইন তৈরির ইঙ্গিত দিয়েছে আদালত।
বিহারে ডাকাতি ও খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত আমন কুমারের জামিন আবেদন শুনানির সময় বিচারপতি অরবিন্দ কুমার ও এন.ভি. অঞ্জরিয়ার বেঞ্চে এই পর্যবেক্ষণ দেন বিচারপতিরা। এক বছরেরও বেশি সময় ধরে বন্দি আমনের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে চার্জশিট জমা পড়ে, কিন্তু এখনও চার্জ গঠন হয়নি। আদালত মন্তব্য করে, “এই অবস্থা চলতে পারে না।” তদন্ত শেষ হওয়ার পরই দ্রুত চার্জ গঠন করতে হবে। এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে নিযুক্ত করেছে আদালত।









































