১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচার হবে মুখ্যমন্ত্রীর হাঁটুতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 14

পুবের কলম প্রতিবেদক:  হেলিকপ্টার বিভ্রাটে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে চলতি সপ্তাহেই অপারেশন করতে চলেছেন চিকিৎসকেরা। তবে তা হাঁটু প্রতিস্থাপন নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকদের পরামর্শে ছোটখাটো একটি অপারেশন করাতে হবে তাঁকে। সেই অপারেশনের পরে ৮-১০দিন তাঁকে বাড়িতেই থাকতে হবে। তারপরে তিনি আবার বার হতে পারবেন। এখন নিত্যদিন তাঁর ৪ ঘণ্টা করে থেরাপি চলছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে হাঁটুতে খুব লেগেছে। একটা মাইনর ওটি আছে। ৮-১০ দিন সময় লাগবে। তারপর বের হতে পারব।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে তৃণমূল সুপ্রিমো বিজেপি বিরোধী বৈঠকে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে। তবে একুশের মঞ্চে তিনি থাকবেন সেটা তৃণমূলের তরফে নিশ্চিত করা হয়েছে।

বিজেপির বিরুদ্ধে চব্বিশের ভোটের আগে একজোট হচ্ছে বিরোধীরা। সেই জোটের মধ্যমণি মমতাই। জোটের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ হয়ে উঠতে যদি সময় লাগে, তাহলে বৈঠকের দিন পিছনো হবে।

রাহুল গান্ধি নিজেও চাইছিলেন, তৃণমূল সুপ্রিমোকে ছাড়া যেন বৈঠক না হয়। তাই নতুন তারিখ ঘোষণা এবং এখনও পর্যন্ত যা খবর, নবনির্ধারিত ওই বৈঠকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন। কিন্তু হাঁটুর অপারেশনের পরে চিকিৎসকেরা যদি মমতাকে বেঙ্গালুরু যেতে অনুমতি না দেয় তাহলে কী হবে— তা এখনই বলা যাচ্ছে না। তবে মমতাকে ছাড়া বৈঠকে রাজি নন রাহুল। তাই মনে করা হচ্ছে মমতার সুস্থ হতে দেরি হলে বৈঠকের দিনও পিছোবে।

 

C

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচার হবে মুখ্যমন্ত্রীর হাঁটুতে

আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  হেলিকপ্টার বিভ্রাটে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে চলতি সপ্তাহেই অপারেশন করতে চলেছেন চিকিৎসকেরা। তবে তা হাঁটু প্রতিস্থাপন নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকদের পরামর্শে ছোটখাটো একটি অপারেশন করাতে হবে তাঁকে। সেই অপারেশনের পরে ৮-১০দিন তাঁকে বাড়িতেই থাকতে হবে। তারপরে তিনি আবার বার হতে পারবেন। এখন নিত্যদিন তাঁর ৪ ঘণ্টা করে থেরাপি চলছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে হাঁটুতে খুব লেগেছে। একটা মাইনর ওটি আছে। ৮-১০ দিন সময় লাগবে। তারপর বের হতে পারব।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে তৃণমূল সুপ্রিমো বিজেপি বিরোধী বৈঠকে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে। তবে একুশের মঞ্চে তিনি থাকবেন সেটা তৃণমূলের তরফে নিশ্চিত করা হয়েছে।

বিজেপির বিরুদ্ধে চব্বিশের ভোটের আগে একজোট হচ্ছে বিরোধীরা। সেই জোটের মধ্যমণি মমতাই। জোটের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ হয়ে উঠতে যদি সময় লাগে, তাহলে বৈঠকের দিন পিছনো হবে।

রাহুল গান্ধি নিজেও চাইছিলেন, তৃণমূল সুপ্রিমোকে ছাড়া যেন বৈঠক না হয়। তাই নতুন তারিখ ঘোষণা এবং এখনও পর্যন্ত যা খবর, নবনির্ধারিত ওই বৈঠকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন। কিন্তু হাঁটুর অপারেশনের পরে চিকিৎসকেরা যদি মমতাকে বেঙ্গালুরু যেতে অনুমতি না দেয় তাহলে কী হবে— তা এখনই বলা যাচ্ছে না। তবে মমতাকে ছাড়া বৈঠকে রাজি নন রাহুল। তাই মনে করা হচ্ছে মমতার সুস্থ হতে দেরি হলে বৈঠকের দিনও পিছোবে।

 

C