০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ভারী বর্ষণে বির্পযস্ত তামিলনাড়ু, মৃত বেড়ে ১০

কিবরিয়া আনসারি
- আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারী বর্ষণে বির্পযস্ত তামিলনাড়ু। দক্ষিণ তামিলনাড়ু একাধিক জেলা জলের তলায়। জনজীবন কার্যত থমকে গেছে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। দুর্যোগের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। জোরকদমে চলছে উদ্ধারকাজ। একযোগে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বির্পযস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছানোর কাজও চলছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েক জনের মত্যু হয়েছে পাঁচিলে ধস নেমে চাপা পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যু হয়েছে কারও কারও। তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মিনা জানিয়েছেন, বৃষ্টির কারণে তিরুনেলভেলি ও তুতিকোরিন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।