বহরমপুরের সুতপা হত্যা মামলায় রায় হাইকোর্টের
ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

- আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার
- / 104
পুবের কলম ওয়েবডেস্ক: বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। দোষী সুশান্ত চৌধুরীর ফাঁসি রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। হাই কোর্টের নির্দে ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। সেই সঙ্গে দোষীর ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
২০২২ সালের ২ মে বহরমপুরে একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। সুতপাকে প্রায় ৪২ বার ছুরি দিয়ে কোপায় সুশান্ত। আশপাশে উপস্থিত লোকজনকে একটি খেলনা বন্দুক দিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। মিথ্যে বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে সুশান্ত। পুলিশের দাবি, সুতপার শরীরে যেভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাতেই স্পষ্ট হয়ে যায় প্রতিশোধ থেকে সুতপাকে ছুরি দিয়ে কোপায় সুশান্ত। একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গত ২০২৩ সালের আগস্টে সুশান্তকে দোষী সাব্যস্ত করে বহরমপুর আদালত। বহরমপুর আদালতের রায়ে খুশি হন সুতপার পরিবারের লোকজন।
ফাঁসির সাজা ঘোষণার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সুশান্ত। সাজা কমানোর আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দোষী সুশান্ত চৌধুরী। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বুধবার নজিরবিহীন রায় দেন বিচারপতি। ফাঁসির সাজা রদ করে দেন তিনি। তার বদলে আমৃত্যু কারাদণ্ডের সাজার নির্দেশ দেন। ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না বলে জানায় আদালত। সেই সঙ্গে দোষী সুশান্ত চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।