২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ ৬ জুলাই পর্যন্ত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 19

পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে বন সহায়ক নিয়োগ সংক্রান্ত মামলা। এদিন আদালত জানিয়েছে , ‘এখনই বন সহায়ক পদে নতুন নিয়োগ নয়’।   রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি,  হাইকোর্টের সিঙ্গেল  বেঞ্চ দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত ২০২০ সালে বন সহায়ক পদে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে  কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণেও নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে।

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু

সিঙ্গেল বেঞ্চের  নির্দেশ ছিল, ‘ দু’মাসের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করতে হবে। নতুন তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের চাকরিও বাতিল করা হবে’। এদিন বিচারপতি  লপিতা বন্দ্যোপাধ্যায় প্যানেল বাতিলের যে রায় দিয়েছিলেন,  তাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।

আরও পড়ুন: খুব শীঘ্রই কলকাতা পুলিশের ১২ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ভিএম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘বন সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে’।এর পাশাপাশি, দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ ৬ জুলাই পর্যন্ত

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে বন সহায়ক নিয়োগ সংক্রান্ত মামলা। এদিন আদালত জানিয়েছে , ‘এখনই বন সহায়ক পদে নতুন নিয়োগ নয়’।   রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি,  হাইকোর্টের সিঙ্গেল  বেঞ্চ দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত ২০২০ সালে বন সহায়ক পদে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে  কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণেও নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে।

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু

সিঙ্গেল বেঞ্চের  নির্দেশ ছিল, ‘ দু’মাসের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করতে হবে। নতুন তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের চাকরিও বাতিল করা হবে’। এদিন বিচারপতি  লপিতা বন্দ্যোপাধ্যায় প্যানেল বাতিলের যে রায় দিয়েছিলেন,  তাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।

আরও পড়ুন: খুব শীঘ্রই কলকাতা পুলিশের ১২ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ভিএম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘বন সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে’।এর পাশাপাশি, দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।