২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি”  সৌমিত্র খাঁ এর  মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 54

 

 

আরও পড়ুন: আইনস্টাইন, স্বামীজি,রবীন্দ্রনাথের সঙ্গে বিপ্লব দেবের তুলনা টানলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: আধুনিক ভারতে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি  হিসাবে জন্মগ্রহণ করেছেন। স্বামীজির ১৬০ তম জন্মদিবসে এমনটাই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বৃহস্পতিবার বিষ্ণুপুরের মাড়ুইবাজারে স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পর এই বিজেপি সাংসদ বলেন “স্বামীজি আমাদের কাছে ভগবানতূল্য, উনি নয়নের মণি” এরপরেই সৌমিত্রর সংযোজন, প্রধানমন্ত্রী যেভাবে মাতৃবিয়োগের পরেও দেশের সেবায় নিযুক্ত থেকেছেন তাতে আধুনিক ভারতে স্বামীজি নরেন্দ্র  মোদি হিসেবে জন্মগ্রহণ করেছেন।

তবে সৌমিত্রর এইহেন  মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন ‘‘যাঁরা নরেন্দ্র মোদির  মধ্যে নরেন্দ্রনাথ দত্তকে দেখতে পান, তাঁদের মস্তিষ্ক মানবসভ্যতার ইতিহাসে বিরল মস্তিষ্ক। তা নিয়ে গবেষণা হওয়া উচিত। তাঁদের মস্তিষ্ক কোন দিকে যাচ্ছে, তার অভিব্যক্তি আর অভিযোজন খতিয়ে দেখা উচিত।’’

 

কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ীও। তিনি বলেন , “বিজেপিতে সৌমিত্র খাঁয়ের অবস্থা খারাপ তাই পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছে এখন। সে বাড়ান, কিন্তু তার জন্য বিবেকানন্দকে অপমান করার অধিকার ওকে কে দিল”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি”  সৌমিত্র খাঁ এর  মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: আইনস্টাইন, স্বামীজি,রবীন্দ্রনাথের সঙ্গে বিপ্লব দেবের তুলনা টানলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: আধুনিক ভারতে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি  হিসাবে জন্মগ্রহণ করেছেন। স্বামীজির ১৬০ তম জন্মদিবসে এমনটাই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বৃহস্পতিবার বিষ্ণুপুরের মাড়ুইবাজারে স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পর এই বিজেপি সাংসদ বলেন “স্বামীজি আমাদের কাছে ভগবানতূল্য, উনি নয়নের মণি” এরপরেই সৌমিত্রর সংযোজন, প্রধানমন্ত্রী যেভাবে মাতৃবিয়োগের পরেও দেশের সেবায় নিযুক্ত থেকেছেন তাতে আধুনিক ভারতে স্বামীজি নরেন্দ্র  মোদি হিসেবে জন্মগ্রহণ করেছেন।

তবে সৌমিত্রর এইহেন  মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন ‘‘যাঁরা নরেন্দ্র মোদির  মধ্যে নরেন্দ্রনাথ দত্তকে দেখতে পান, তাঁদের মস্তিষ্ক মানবসভ্যতার ইতিহাসে বিরল মস্তিষ্ক। তা নিয়ে গবেষণা হওয়া উচিত। তাঁদের মস্তিষ্ক কোন দিকে যাচ্ছে, তার অভিব্যক্তি আর অভিযোজন খতিয়ে দেখা উচিত।’’

 

কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ীও। তিনি বলেন , “বিজেপিতে সৌমিত্র খাঁয়ের অবস্থা খারাপ তাই পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছে এখন। সে বাড়ান, কিন্তু তার জন্য বিবেকানন্দকে অপমান করার অধিকার ওকে কে দিল”।