০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মা-কাকিমার, জখম প্রসূতি মেয়ে
সামিম আহমেদ, কুলপি: নিয়ন্ত্রন হারিয়ে পোলে ধাক্কা মেরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্স। বুধবার গভীর রাতে কুলপি থানার গোপালনগর মোড়ের আগে পোলের গায়ে ধাক্কা খেয়ে গুরুতর জখম হন প্রসূতি আসমিনা বিবি (১৯), মা আমিনা বিবি(৪২), কাকিমা সাজিদা বিবি(৪৫)। তাদের কুলপি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা আমিনা বিবি ও সাজিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। প্রসূতিকে ডায়মন্ড হারবার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, ছেলে গ্রেফতার
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: নেশাগ্রস্ত ছেলে মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল।অভিযুক্ত ’গুণধর’ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।বসিরহাটের ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের বছর ২৮ -এর ঈশ্বর বর, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায়ই ঝামেলা হতো।শিবানী বরের এক বছর আগে স্বামী মারা গিয়েছে।সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোনরকম ভাবে দিনমজুরের কাজ করতো। ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমন কি মারধর করতো বলে অভিযোগ।এই নিয়ে কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। মা সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেতেন। সেই টাকা ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না। বৃদ্ধা শিবানী বর গত মঙ্গলবার সকাল বেলা দুদিন আগে বাড়ি থেকে চলে যান। তারপর নিখোঁজ হয়। এরপর নেজাট এর জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।