০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মা-কাকিমার, জখম প্রসূতি মেয়ে
সামিম আহমেদ, কুলপি: নিয়ন্ত্রন হারিয়ে পোলে ধাক্কা মেরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্স। বুধবার গভীর রাতে কুলপি থানার গোপালনগর মোড়ের আগে পোলের গায়ে ধাক্কা খেয়ে গুরুতর জখম হন প্রসূতি আসমিনা বিবি (১৯), মা আমিনা বিবি(৪২), কাকিমা সাজিদা বিবি(৪৫)। তাদের কুলপি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা আমিনা বিবি ও সাজিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। প্রসূতিকে ডায়মন্ড হারবার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।