২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘টাইম’ পত্রিকায় বর্ষসেরার তালিকায় তালিব প্রধান আবদুল গনি বারাদার, মমতা বন্দ্যোপাধ্যায়, সমালোচিত মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 132

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রভাবশালী ‘টাইম’ পত্রিকায় বর্ষসেরা সেরা নেতার তালিকায় স্থান স্থান পেয়েছেন তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার। এছাড়াও ২০ জনের তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রমুখ। এছাড়াও ‘লিডারস’ বিভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ‘পায়োনিয়ারস’ বিভাগের ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সব মিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে ‘টাইম’ পত্রিকায় ।
পত্রিকায় উঠে এসেছে তালিবান প্রধান আবদুল গনি বারাদারের উল্লেখযোগ্য সাংগঠিক ভূমিকার কথা। এ ছাড়া তালিবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে ক্ষমা ঘোষণা, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশের বিশেষ করে চিন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথাও উল্লেখ আছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রত্রিকার লেখা নেতিবাচক। প্রধানন্ত্রীর কোভিড মোকাবিলায় ব্যর্থতার কথা স্থান পেয়েছে। এছাড়া তাঁর সময়ে হিন্দু জাতীয়তাবাদকে প্রশ্রয় দেওয়া, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া সাংবাদিকদেরও জেলে ভরা, এই সব বিষয়গুলো নিয়ে মোদিকে সমালোচিত হতে হয়েছে। দু’টি আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’ সমীক্ষার পরে সিদ্ধান্তে এসেছে, তার নেতৃত্বে ভারত গণতন্ত্র থেকে ‘নির্বাচনী স্বৈরাচার’-এর দিকে এগিয়ে চলেছে’।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, রাজনৈতিক বিচক্ষণতাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করা হয়েছে। একদিকে যেমন বলা হয়েছে পরনে সাদা শাড়ি মমতার নিজস্বতা অপরদিকে তার সাহসীকতা, নির্ভীকচিত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচনে তিনি যেভাবে নরেন্দ্র মোদিকে টক্কর দিয়ে সেকথাও টাইমস প্রত্রিকায় স্থান পেয়েছে। বলা হয়েছে, বিজেপির অর্থ ও লোকবলকে পরাস্ত করে মমতা ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখলেন। ভারতের অন্য মহিলা নেত্রীদের সঙ্গে মমতার পার্থক্য হল, তিনি কখনো কারো স্ত্রী, মা, কন্যা বা সাথী হিসেবে পরিচিতির সুবিধা পাননি। আগামীদিনে নরেন্দ্র মোদিকে প্রতিহত করতে জাতীয় স্তরে কোনও জোট বা মোর্চা যদি গড়ে ওঠে, সেখানে মুখ্য ভূমিকা পালন করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘টাইম’ পত্রিকায় বর্ষসেরার তালিকায় তালিব প্রধান আবদুল গনি বারাদার, মমতা বন্দ্যোপাধ্যায়, সমালোচিত মোদি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রভাবশালী ‘টাইম’ পত্রিকায় বর্ষসেরা সেরা নেতার তালিকায় স্থান স্থান পেয়েছেন তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার। এছাড়াও ২০ জনের তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রমুখ। এছাড়াও ‘লিডারস’ বিভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ‘পায়োনিয়ারস’ বিভাগের ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সব মিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে ‘টাইম’ পত্রিকায় ।
পত্রিকায় উঠে এসেছে তালিবান প্রধান আবদুল গনি বারাদারের উল্লেখযোগ্য সাংগঠিক ভূমিকার কথা। এ ছাড়া তালিবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে ক্ষমা ঘোষণা, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশের বিশেষ করে চিন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথাও উল্লেখ আছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রত্রিকার লেখা নেতিবাচক। প্রধানন্ত্রীর কোভিড মোকাবিলায় ব্যর্থতার কথা স্থান পেয়েছে। এছাড়া তাঁর সময়ে হিন্দু জাতীয়তাবাদকে প্রশ্রয় দেওয়া, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া সাংবাদিকদেরও জেলে ভরা, এই সব বিষয়গুলো নিয়ে মোদিকে সমালোচিত হতে হয়েছে। দু’টি আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’ সমীক্ষার পরে সিদ্ধান্তে এসেছে, তার নেতৃত্বে ভারত গণতন্ত্র থেকে ‘নির্বাচনী স্বৈরাচার’-এর দিকে এগিয়ে চলেছে’।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, রাজনৈতিক বিচক্ষণতাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করা হয়েছে। একদিকে যেমন বলা হয়েছে পরনে সাদা শাড়ি মমতার নিজস্বতা অপরদিকে তার সাহসীকতা, নির্ভীকচিত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচনে তিনি যেভাবে নরেন্দ্র মোদিকে টক্কর দিয়ে সেকথাও টাইমস প্রত্রিকায় স্থান পেয়েছে। বলা হয়েছে, বিজেপির অর্থ ও লোকবলকে পরাস্ত করে মমতা ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখলেন। ভারতের অন্য মহিলা নেত্রীদের সঙ্গে মমতার পার্থক্য হল, তিনি কখনো কারো স্ত্রী, মা, কন্যা বা সাথী হিসেবে পরিচিতির সুবিধা পাননি। আগামীদিনে নরেন্দ্র মোদিকে প্রতিহত করতে জাতীয় স্তরে কোনও জোট বা মোর্চা যদি গড়ে ওঠে, সেখানে মুখ্য ভূমিকা পালন করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়