২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃত্রিম পায়ে বিস্ফোরক লুকিয়ে হামলা কাবুলে, নিহত তালিবান ধর্মগুরু শেখ রহিমুল্লাহ হাক্কানি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 144

পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মঘাতী হামলায়  কাবুলে নিহত তালিবান ধর্মগুরু শেখ রহিমুল্লাহ হাক্কানি। তার মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি। এবার তালিবান ধর্মগুরি রহিমুল্লা হাক্কানিও নিহত হলেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই হত্যার পেছনে আইসিসের হাত রয়েছে। আফগানিস্থানের তালিবান সরকার দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। ঘোষণা করা হয়েছে দুই দিনের জাতীয় শোক।

তালিবান সমর্থনকারী এবং নারী শিক্ষার পক্ষে ছিলেন বিশিষ্ট আফগান এই ধর্মীয় নেতা। সূত্রের খবর, ধর্মীয় নেতা হাক্কানিকে এমন এক ব্যক্তি আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা করেছে, যার কৃত্রিম প্লাস্টিকের পায়ে মধ্যে বিস্ফোরক লুকানো অবস্থায় ছিল।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ তাদের টুইটারেও হাক্কানি নিহতের সংবাদ জানিয়েছে। তালেবানের পক্ষ থেকেও টোলো নিউজের খবরটির সত্যতা মেনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

কাবুলের একটি স্কুলে ধর্মীয় অনুষ্ঠান চলা অবস্থায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় সময় বৃহস্পতিবার। সেই বিস্ফোরণেই হাক্কানির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

জানা গিয়েছে, বয়স্ক এক ব্যক্তির একটি পা আগে দুর্ঘটনায় উড়ে গিয়েছিল। কৃত্রিম পায়ের মধ্যে বিস্ফোরক লুকিয়ে হামলা চালায় সে।  বিস্ফোরণের সময় ওই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন হাক্কানি। হঠাৎ করে বিস্ফোরণে চারপাশা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাক্কানির।

জঙ্গি গোষ্ঠী আইসিসের কড়া সমালোচক ছিলেন হাক্কানি। তার মৃত্যুতে আইএস দায় স্বীকার করার আগে থেকেই এ ঘটনার পেছনে তাদের সংশ্লিষ্ট থাকার ব্যাপারে সন্দেহ ছিল।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর হাক্কানিই সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃত্রিম পায়ে বিস্ফোরক লুকিয়ে হামলা কাবুলে, নিহত তালিবান ধর্মগুরু শেখ রহিমুল্লাহ হাক্কানি

আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মঘাতী হামলায়  কাবুলে নিহত তালিবান ধর্মগুরু শেখ রহিমুল্লাহ হাক্কানি। তার মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি। এবার তালিবান ধর্মগুরি রহিমুল্লা হাক্কানিও নিহত হলেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই হত্যার পেছনে আইসিসের হাত রয়েছে। আফগানিস্থানের তালিবান সরকার দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। ঘোষণা করা হয়েছে দুই দিনের জাতীয় শোক।

তালিবান সমর্থনকারী এবং নারী শিক্ষার পক্ষে ছিলেন বিশিষ্ট আফগান এই ধর্মীয় নেতা। সূত্রের খবর, ধর্মীয় নেতা হাক্কানিকে এমন এক ব্যক্তি আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা করেছে, যার কৃত্রিম প্লাস্টিকের পায়ে মধ্যে বিস্ফোরক লুকানো অবস্থায় ছিল।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ তাদের টুইটারেও হাক্কানি নিহতের সংবাদ জানিয়েছে। তালেবানের পক্ষ থেকেও টোলো নিউজের খবরটির সত্যতা মেনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

কাবুলের একটি স্কুলে ধর্মীয় অনুষ্ঠান চলা অবস্থায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় সময় বৃহস্পতিবার। সেই বিস্ফোরণেই হাক্কানির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

জানা গিয়েছে, বয়স্ক এক ব্যক্তির একটি পা আগে দুর্ঘটনায় উড়ে গিয়েছিল। কৃত্রিম পায়ের মধ্যে বিস্ফোরক লুকিয়ে হামলা চালায় সে।  বিস্ফোরণের সময় ওই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন হাক্কানি। হঠাৎ করে বিস্ফোরণে চারপাশা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাক্কানির।

জঙ্গি গোষ্ঠী আইসিসের কড়া সমালোচক ছিলেন হাক্কানি। তার মৃত্যুতে আইএস দায় স্বীকার করার আগে থেকেই এ ঘটনার পেছনে তাদের সংশ্লিষ্ট থাকার ব্যাপারে সন্দেহ ছিল।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর হাক্কানিই সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন।