পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার তালিবানরা কাবুল দখলের পর দেশ ছেড়ে চলে যান সদ্য ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তারপর থেকেই জল্পনা চরমে উঠেছিল। কোন দেশে আশ্রয় নিলেন তিনি।
তাজাকিস্তান, ওমান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নামও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বুধবার জানা যায় সংযুক্ত আরব আমিরশাহীতে আশ্রয় নিয়েছেন গনি। আরব আমিরশাহী জানিয়েছে মানবিকতার জন্যই সপরিবার আশরাফ গনিকে আশ্রয় দেওয়া হয়েছে।
তবে তাঁকে নিয়ে এত জল্পনার ঝড় উঠলেও গনি কিন্তু মুখ খোলেননি। শুধু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন।
প্রায় পাঁচদিন মুখে কুলুপ এঁটে থাকার পর অবশেষে মুখ খুললেন গনি। জানালেন তিনি যদি দেশ ছেড়ে না চলে যেতেন তাহলে তালিবানরা তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে ফাঁসিতে লটকাতো।
আফগানবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা প্রকাশ করেন গনি। ফেসবুকে ন’মিনিটের ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘ক্ষমতার লোভে কাবুলকে সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ওখানে থাকলে রক্তপাত ঘটতই। হয় আমাকে পিটিয়ে মেরে ফেলত তালিবান। নইলে আর এক প্রেসিডেন্টকে ল্যাম্পপোস্টে ঝুলতে দেখতেন আফগানবাসী।’’
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
“ল্যাম্প পোস্টে ফাঁসিতে লটকাতো তালিবানরা” অবশেষে মুখ খুললেন দেশত্যাগী গনি
-
সুস্মিতা - আপডেট : ১৯ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
- 62
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























