০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপ সেমির আগে অনুশীলনে চোট পেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন,তারপর কি হল!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 107

 

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। তার আগেই অনুশীলনে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন: রোহিত যুগের অবসান! ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুভমান গিল

 

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

মঙ্গলবার সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। তাঁকে বল ছুঁড়ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্ট এস রঘু। একটা বল রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। মূহুর্তে যন্ত্রণায় কাতরে ওঠেন রোহিত। বেরিয়ে যান নেট ছেড়ে। তবে বিসিসিআই সূত্রে খবর চোট একেবারেই গুরুতর নয়। তবে মিনিট ৪০ হাতের ফুলে যাওয়া জায়গায় বরফ ঘষতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্যাপটেনকে।

আরও পড়ুন: অলরাউন্ডার বোলিং নিয়ে ভাবাচ্ছে ভারতকে, দলকে একাধিক পরামর্শ প্রাক্তন ক্রিকেটারদের

দৌড়ে আসেন দলের ফিজিও। শুরু হয় শুশ্রূষা। ম্যাসাজ করতে থাকেন ফিজিও। এরপর কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলে ফের অনুশীলনে ফেরেন রোহিত।শট আর্ম পুল খেলার চেষ্টা করছিলেন রোহিত, ১৮ গজ দূর থেকে ১৫০ কিমি/ঘণ্টা বেগে বল আসছিল। কয়েক সেকেন্ডের জন্য বলটা মিস করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টি২০ বিশ্বকাপ সেমির আগে অনুশীলনে চোট পেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন,তারপর কি হল!

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। তার আগেই অনুশীলনে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন: রোহিত যুগের অবসান! ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুভমান গিল

 

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

মঙ্গলবার সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। তাঁকে বল ছুঁড়ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্ট এস রঘু। একটা বল রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। মূহুর্তে যন্ত্রণায় কাতরে ওঠেন রোহিত। বেরিয়ে যান নেট ছেড়ে। তবে বিসিসিআই সূত্রে খবর চোট একেবারেই গুরুতর নয়। তবে মিনিট ৪০ হাতের ফুলে যাওয়া জায়গায় বরফ ঘষতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্যাপটেনকে।

আরও পড়ুন: অলরাউন্ডার বোলিং নিয়ে ভাবাচ্ছে ভারতকে, দলকে একাধিক পরামর্শ প্রাক্তন ক্রিকেটারদের

দৌড়ে আসেন দলের ফিজিও। শুরু হয় শুশ্রূষা। ম্যাসাজ করতে থাকেন ফিজিও। এরপর কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলে ফের অনুশীলনে ফেরেন রোহিত।শট আর্ম পুল খেলার চেষ্টা করছিলেন রোহিত, ১৮ গজ দূর থেকে ১৫০ কিমি/ঘণ্টা বেগে বল আসছিল। কয়েক সেকেন্ডের জন্য বলটা মিস করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।