যাদব গড়েই প্রতিদ্বন্দ্বিতা, রাঘোপুর আসনে মনোনয়ন জমা দিলেন তেজস্বী যাদব
- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 172
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। ইতিমধ্যে একাধিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এবার রাঘোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বুধবার রাঘোপুরে মনোনয়ন জমা দিলেন আরজেডি নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর উপস্থিতিতে নিজের মনোনয়নপত্র জমা দেন ৩৫ বছরের তেজস্বী। বৈশালী জেলার সদর হাজিপুরের জেলা শাসকের দপ্তরে নথি জমা দেন তিনি। লালু-রাবড়ির পাশাপাশি প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, মিসা ভারতী এবং সঞ্জয় যাদব। ২০২৫-এ জিতলে রাঘোপুর থেকে টানা তিনবার জয়ের রেকর্ড হবে তেজস্বীর।
প্রসঙ্গত, এই রাঘোপুর আসন থেকেই এর আগে জিতেছেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী। দু’জনেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরজেডি সরকার গড়লে এবার রাঘোপুর নির্বাচিত করতে চলেছে তৃতীয় মুখ্যমন্ত্রী।








































