২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 384

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈদের দিন  কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর। রবিবার পুবের কলম প্রতিবেদককে আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বলেন, রবিবার কলকাতায় তাপমাত্রা রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের  মধ্যে। সেই তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। অর্থাৎ ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা নামবে। গ্রাম্য এলাকায় অর্থাৎ জেলাগুলিতে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। অর্থাৎ বর্ধমান, বীরভূম, নদিয়ায় তাপমাত্রা থাকবে  ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবারও একই তাপমাত্রা থাকবে। তার পর থেকে আবার গরম বাড়বে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়লেও ৪ থেকে  ৫ দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

পরবর্তী তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তাতে অবশ্য গরমের অস্বস্তি খুব একটা কমবে না। এখনও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি উপরেই থাকবে। উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা আছে শুধু দার্জিলিঙে। পাহাড়ের দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে রবিবার। উত্তরবঙ্গের আটটি জেলাতেই আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

রবিবার তাপপ্রবাহের সতর্কতা ছিল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস জানিয়েছে, সাধারণ মানুষের পক্ষে এই গরম সহ্য করা খুব একটা কঠিন হবে না। তবে শিশু, বৃদ্ধ এবং যাঁরা অসুস্থ, তাঁদের সমস্যা হতে পারে। তাঁদের সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। এ ছাড়া, জলশূন্যতা এড়াতে তৃষ্ণা ছাড়াও জল খেতে বলা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের দিন কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈদের দিন  কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর। রবিবার পুবের কলম প্রতিবেদককে আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বলেন, রবিবার কলকাতায় তাপমাত্রা রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের  মধ্যে। সেই তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। অর্থাৎ ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা নামবে। গ্রাম্য এলাকায় অর্থাৎ জেলাগুলিতে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। অর্থাৎ বর্ধমান, বীরভূম, নদিয়ায় তাপমাত্রা থাকবে  ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবারও একই তাপমাত্রা থাকবে। তার পর থেকে আবার গরম বাড়বে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়লেও ৪ থেকে  ৫ দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

পরবর্তী তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তাতে অবশ্য গরমের অস্বস্তি খুব একটা কমবে না। এখনও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি উপরেই থাকবে। উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা আছে শুধু দার্জিলিঙে। পাহাড়ের দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে রবিবার। উত্তরবঙ্গের আটটি জেলাতেই আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

রবিবার তাপপ্রবাহের সতর্কতা ছিল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস জানিয়েছে, সাধারণ মানুষের পক্ষে এই গরম সহ্য করা খুব একটা কঠিন হবে না। তবে শিশু, বৃদ্ধ এবং যাঁরা অসুস্থ, তাঁদের সমস্যা হতে পারে। তাঁদের সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। এ ছাড়া, জলশূন্যতা এড়াতে তৃষ্ণা ছাড়াও জল খেতে বলা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার