২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মন্তেশ্বরে দিলীপকে ঘিরে উত্তেজনা, আহত তৃণমূল কর্মী

আবুল খায়ের
  • আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার
  • / 30

পুবের কলম, ওয়েব ডেস্কঃ তার বিভিন্ন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটের দিনেও তাকে ঘিরে উত্তেজনা।সোমবার সকাল থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। বাংলার মোট আটটি লোকসভা কেন্দ্রে চলছে ভোটদান প্রক্রিয়া। তার মধ্যে চলছে বর্ধমান দূর্গাপুর কেন্দ্রেও ভোট। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই ভোটগ্রহনের মাঝেই দিলীপকে ঘিরে উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে।

জানা গেছে, মন্তেশ্বরে টুল্লা গ্রামে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। ঘটনায় মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আহতকে দিলীপের গাড়ির সামনে রেখে প্রবল বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা। উঠল দিলীপ গো-ব্যাক স্লোগান। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

তৃণমূল কর্মীদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে। এলাকায় অশান্তি ছড়াতে এসেছেন বিজেপি প্রার্থী। তারাই প্রতিবাদে তারা জমায়েত হয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষের দাবি, বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে খবর পেতেই তিনি বুথে এসেছিলেন।ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন্তেশ্বরে দিলীপকে ঘিরে উত্তেজনা, আহত তৃণমূল কর্মী

আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ তার বিভিন্ন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটের দিনেও তাকে ঘিরে উত্তেজনা।সোমবার সকাল থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। বাংলার মোট আটটি লোকসভা কেন্দ্রে চলছে ভোটদান প্রক্রিয়া। তার মধ্যে চলছে বর্ধমান দূর্গাপুর কেন্দ্রেও ভোট। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই ভোটগ্রহনের মাঝেই দিলীপকে ঘিরে উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে।

জানা গেছে, মন্তেশ্বরে টুল্লা গ্রামে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। ঘটনায় মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আহতকে দিলীপের গাড়ির সামনে রেখে প্রবল বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা। উঠল দিলীপ গো-ব্যাক স্লোগান। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

তৃণমূল কর্মীদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে। এলাকায় অশান্তি ছড়াতে এসেছেন বিজেপি প্রার্থী। তারাই প্রতিবাদে তারা জমায়েত হয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষের দাবি, বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে খবর পেতেই তিনি বুথে এসেছিলেন।ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়।