০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ভয়াল ভূমিকম্প মিলিয়ে দিল তুরস্কের সাবিয়া আর সিরিয়ার ওমরকে
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 56
পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক এবং সিরিয়া এই দুটি দেশই এখন ভূমিকম্পের অভিঘাতে মৃত্যুপুরী। মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাত হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া এই দুই দেশেই শিশুরা অনেকে প্রাণ হারিয়েছে, অনেকে কোনমতে প্রাণে বাঁচলেও হারিয়েছে মা, বাবা, প্রিয়জনদের। ১২ বছরের সাবিয়া আর ১০ বছরের ওমর। একজন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মাকে খুঁজছে আর অন্যজন ধ্বংসস্তূপের মধ্যে নিজের প্রাণকে ধরে রেখেছিল প্রায় দু ঘণ্টা। গভীর ঘুমের মধ্যেই সাবিয়া, ওমরদের জীবনে নেমে আসে বিপর্যয়। তুরস্কের সাবিয়া আর সিরিয়ার ওমর দেশ আলাদা হলেও প্রাকৃতিক বিপর্যয় তাদের জীবনকে এনে দাঁড় করিয়েছে এক সরলরেখায়।