টেক্সাসে ভয়াবহ বন্যা! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৪, নিখোঁজ বহু

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 94
পুবের কলম ওয়েবডেস্ক: টেক্সাসে ভয়াবহ বন্যা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ ২৫ জন পড়ুয়া। বাসিন্দাদের বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।এই দুর্যোগ দেখে আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয়।উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে ১২টি ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী।
Texas flash flood death toll rises to 24
➡️ https://t.co/RcZQMIB1KB pic.twitter.com/TJiyvaQWgv— FRANCE 24 (@FRANCE24) July 5, 2025