০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দুর্ঘটনা! পুকুরে পড়ল বাস, কাঁচ ভেঙে উদ্ধার যাত্রী, উদ্ধারকাজে আনা হল ক্রেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা হলদিয়ায়, যাত্রী নিয়ে পুকুরে পড়ল বাস। মঙ্গলবার সাত সকালে  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ল বাস। হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ১৮ নম্বর পুরএলাকায় চকদীপা হাইস্কুলের কাছে ঘটনাটি ঘটে। বাসের মধ্যে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচ থেকে  ৬ জন, চার শিশু। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাস্তায় পুজোর বিজ্ঞাপন দেওয়া ছিল। সেখানে গিয়ে ধাক্কা মারে, বাসটি। তার পরেই সেটি উলটে গিয়ে পুকুরে পড়ে যায়। কোনও রক্ষা পান যাত্রীরা। স্থানীয় মানুষের সহযোগিতায় সকলে উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৮.১০-এর দিকে হলদিয়া টাউনশিপ-কুকড়াহাটি রুটের একটি বাস যাচ্ছিল। বাসের মধ্যে যাত্রী বোঝাই যাচ্ছিল। বাসযাত্রীদের অভিযোগ, বাসটির গতি এতটাই বেশি ছিল তাই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় যাত্রীরা। গাড়ির সামনের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। বাসটি তুলতে তিনটি ক্রেনও আনা হয় প্রশাসনের তরফে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় বাসটি জল থেকে তোলা হয়।

আরও পড়ুন: Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় বাসের যাত্রীরা খুবই ভয় পেয়ে যান। অনেকে  রীতিমতো কান্নাকাটি করতে থাকেন। অনেকের হাত থেকে জিনিসপত্র ছিটকে পড়ে যায়। মায়েরা বাচ্চাদের বুকে জড়িয়ে চিৎকার করতে থাকেন। হঠাৎ করে এই ঘটনা ঘটনায় যাত্রীদের আতঙ্কের মধ্যে ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: সেকেন্দরাবাদ আগরতলা এক্সপ্রেসের কোচে আগুন, আতঙ্কিত যাত্রীরা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ দুর্ঘটনা! পুকুরে পড়ল বাস, কাঁচ ভেঙে উদ্ধার যাত্রী, উদ্ধারকাজে আনা হল ক্রেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা হলদিয়ায়, যাত্রী নিয়ে পুকুরে পড়ল বাস। মঙ্গলবার সাত সকালে  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ল বাস। হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ১৮ নম্বর পুরএলাকায় চকদীপা হাইস্কুলের কাছে ঘটনাটি ঘটে। বাসের মধ্যে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচ থেকে  ৬ জন, চার শিশু। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাস্তায় পুজোর বিজ্ঞাপন দেওয়া ছিল। সেখানে গিয়ে ধাক্কা মারে, বাসটি। তার পরেই সেটি উলটে গিয়ে পুকুরে পড়ে যায়। কোনও রক্ষা পান যাত্রীরা। স্থানীয় মানুষের সহযোগিতায় সকলে উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৮.১০-এর দিকে হলদিয়া টাউনশিপ-কুকড়াহাটি রুটের একটি বাস যাচ্ছিল। বাসের মধ্যে যাত্রী বোঝাই যাচ্ছিল। বাসযাত্রীদের অভিযোগ, বাসটির গতি এতটাই বেশি ছিল তাই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় যাত্রীরা। গাড়ির সামনের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। বাসটি তুলতে তিনটি ক্রেনও আনা হয় প্রশাসনের তরফে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় বাসটি জল থেকে তোলা হয়।

আরও পড়ুন: Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় বাসের যাত্রীরা খুবই ভয় পেয়ে যান। অনেকে  রীতিমতো কান্নাকাটি করতে থাকেন। অনেকের হাত থেকে জিনিসপত্র ছিটকে পড়ে যায়। মায়েরা বাচ্চাদের বুকে জড়িয়ে চিৎকার করতে থাকেন। হঠাৎ করে এই ঘটনা ঘটনায় যাত্রীদের আতঙ্কের মধ্যে ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: সেকেন্দরাবাদ আগরতলা এক্সপ্রেসের কোচে আগুন, আতঙ্কিত যাত্রীরা