উড়ানের আগেই যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে আটকে রইল থাইল্যাণ্ডের লায়ন

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 63
পুবের কলম প্রতিবেদকঃ বর্ডিং পাস, নিরাপত্তা যাচাই শেষ। বিমানের সিটে বসে যাত্রীরা অপেক্ষা করছেন উড়ানের। কিন্তু ব্যাঙ্ককের উদ্দেশ্যে উড়ে যাত্রা শুরুর আগেই কলকাতায় ধরা পড়ল বিমানের বরসড় যান্ত্রিক ত্রুটি। শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পাইলট, ত্রু মেম্বার সহ শতাধিক যাত্রী নিয়ে কয়েক ঘন্টা থমকে রইল দাঁড়িয়ে রইল ফ্লাইট। দীর্ঘ সময় ধরে চেষ্টার পরেও যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় শেষ পর্যন্ত শনিবার ভোরে ১৩০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দর এলাকার একটি হোটেলে রাখার ব্যবস্থা করেছে ওই থাইল্যান্ডের লায়ন বিমান কর্তৃপক্ষ।
বিমান বন্দর সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল থাইল্যান্ডের লায়ন সংস্থার বিমানটির। কিন্তু উড়ানের আগেই বড়সড় যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করতে হয়। বর্ডিং পাস, নিরাপত্তা যাচাই শেষ।বিমানের সিটে বসে যাত্রীরা অপেক্ষা করছেন উড়ানের। কিন্তু ব্যাঙ্ককের উদ্দেশ্যে উড়ে যাত্রা শুরুর আগেই কলকাতায় ধরা পড়ল বিমানের বরসড় যান্ত্রিক ত্রুটি।
শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পাইলট, ত্রু মেম্বার সহ শতাধিক যাত্রী নিয়ে কয়েক ঘন্টা থমকে রইল দাঁড়িয়ে রইল ফ্লাইট। দীর্ঘ সময় ধরে চেষ্টার পরেও যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় শেষ পর্যন্ত শনিবার ভোরে ১৩০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দর এলাকার একটি হোটেলে রাখার ব্যবস্থা করেছে ওই থাইল্যান্ডের লায়ন বিমান কর্তৃপক্ষ।
বিমান বন্দর সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল থাইল্যান্ডের লায়ন সংস্থার বিমানটির। কিন্তু উড়ানের আগেই বড়সড় যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করতে হয়।