বিধানসভায় মমতার নিন্দা প্রস্তাবের ধন্যবাদ সংখ্যালঘু সেলের

- আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
- / 48
পুবের কলম প্রতিবেদক: বিজেপির এক নেত্রী নবী রাসূল (সা.) সম্পর্কে যে কুরুচিকর মন্তবব্য করেছেন, তার বিরুদ্ধে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রস্তাব এনে দেশের মধ্যে নজির তৈরি করেছেন। অন্যান্য রাজ্য যা করতে পারেনি তৃণমূল সুপ্রিমো সেই কাজটি করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর আনা নিন্দা প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাল তৃণমূল সংখ্যালঘু সেল।
মঙ্গলবার তৃণমূল ভবনে সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হাজি নুরুল ইসলাম, মোকতার আলি, ইহেতেশামুল হক সহ একাধিক নেতা রেজুলেশন পাশ করে ধন্যবাদ জানান। হাজি নুরুল ইসলাম বলেন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বধর্ম সম্বন্বয়ে কাজ করছেন, তার শুধু রাজ্য নয়, দেশের জন্য নজির। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি দেশে শাস্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন।
তাই ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করা হোক।