পুবের কলম, ওয়েবডেস্কঃ পবিত্র জেরুসালেম নগরী ও আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা ও মুসল্লিদের নির্যাতন বন্ধে জায়নবাদী দেশ ইসরাইলকে হুঁশিয়ার করল আরব লিগ। আলআকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার আরব লিগ এক বিবৃতিতে ইসরাইলের নয়া সরকারকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাইলকে ফিলিস্তিন এবং আলআকসায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারি অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। গত শনিবার গাজায় ইসরাইলের সেনাবাহিনীর বর্বর হামলায় ২০ ফিলিস্তিনি আহত হন। গাজার স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র আশরাফ আলকাদরা জানিয়েছেন, আলআকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে জেরুসালেমে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ মিছিলে জায়নবাদীদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। চলতি মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরাইলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছিল, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন প্রশাসন হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করছে। লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছিল আরব লিগ। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ২২ মুসলিম দেশের এই জোৎ।
০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফিলিস্তিনিদের ওপর হামলা নিয়ে, ইসরাইলকে হুঁশিয়ারি আরব লিগের
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
- 57
ট্যাগ :
Arab League warned Israel
সর্বধিক পাঠিত






















