চূড়াচন্দ্রপুরে মোদির স্বাগত তোরণ ভাঙচুর
- আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 202
পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরে যাচ্ছেন আগামীকাল শনিবার। তার আগেই কুকি অধ্যুষিত চূড়াচন্দ্রপুরে মোদিকে স্বাগত জানিয়ে যে তোরণ করা হয়েছিল তা ভেঙে দেয় কে বা কারা।
লাঠিসোটা নিয়ে একদল লোক এসে ওই তোরণ ভেঙে দেয়। অথচ কুকিদের সঙ্গে কিছুদিন আগেই কেন্দ্র চুক্তি করেছে যাতে তাঁরা ঠান্ডা থাকে। চুক্তির পর কুকিরা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রায় বছর খানেক অবরোধ করে রাখার পর খুলে দিয়েছে।
তবে কুকিরা বলেছেন, প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে কোনও নাচের কর্মসূচি থাকলে তাঁরা তা হতে দেবেন না। যেখানে তোরণ ভাঙা হয়েছে ওই পথেই শনিবার প্রধানমন্ত্রী যাবেন। চূড়াচন্দ্রপুরের পিস গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা। সেই পিস গ্রাউন্ড ওই জায়গা থেকে ২ কিমি দূরে।

















































