০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে হামলাকারীর ৫৩ বছরের কারাদণ্ড

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার
  • / 23

পুবের কলম,ওয়েবডেস্কঃ আমেরিকার মিনেসোটায় অবস্থিত এক মসজিদে ২০১৭ সালে চালানো হয়েছিল ভয়াবহ বোমা হামলা। সেই ঘটনার চার বছর পর হামলাকারীকে ৫৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। হামলাকারী হলেন একজন রূপান্তরকামী মহিলা। সোমবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। এই মহিলা The White Rabbits নামে একটি উগ্রপন্থী দলের নেতৃত্বে ছিলেন। ৫০ বছর বয়সি এমিলি ক্লেয়ার হ্যারি গতবছর বোমা হামলা– ধর্মীয় স্থাপনায় ক্ষতি– প্রার্থনায় বাধাদান-সহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হন। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়– হামলায় রূপান্তরকামী হ্যারিকে প্রথমে মাইকেল হ্যারি নামের এক পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে আসল সত্য জানতে পারে পুলিশ। ইলিনয়ের ক্লেয়ারেন্স এলাকায় একটি সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠীকে সংগঠিত করেছিলেন হ্যারি। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা সবাই মিলে ৫ আগস্ট মিনেসোটার ব্লুমিংটনে অবস্থিত দার আলফারুক ইসলামিক সেন্টারে হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি। ২০১৯ সালের জানুয়ারিতে ম্যাকহোর্টার ও মরিস বোমা হামলার দায় স্বীকার করে। তাদের দু’জনের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি।



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদে হামলাকারীর ৫৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ আমেরিকার মিনেসোটায় অবস্থিত এক মসজিদে ২০১৭ সালে চালানো হয়েছিল ভয়াবহ বোমা হামলা। সেই ঘটনার চার বছর পর হামলাকারীকে ৫৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। হামলাকারী হলেন একজন রূপান্তরকামী মহিলা। সোমবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। এই মহিলা The White Rabbits নামে একটি উগ্রপন্থী দলের নেতৃত্বে ছিলেন। ৫০ বছর বয়সি এমিলি ক্লেয়ার হ্যারি গতবছর বোমা হামলা– ধর্মীয় স্থাপনায় ক্ষতি– প্রার্থনায় বাধাদান-সহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হন। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়– হামলায় রূপান্তরকামী হ্যারিকে প্রথমে মাইকেল হ্যারি নামের এক পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে আসল সত্য জানতে পারে পুলিশ। ইলিনয়ের ক্লেয়ারেন্স এলাকায় একটি সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠীকে সংগঠিত করেছিলেন হ্যারি। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা সবাই মিলে ৫ আগস্ট মিনেসোটার ব্লুমিংটনে অবস্থিত দার আলফারুক ইসলামিক সেন্টারে হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি। ২০১৯ সালের জানুয়ারিতে ম্যাকহোর্টার ও মরিস বোমা হামলার দায় স্বীকার করে। তাদের দু’জনের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি।