মদ আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর ইরাকে

- আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
- / 216
পুবের কলম ওয়েবডেস্ক: মদ আমদানির ওপর জারি করা নিষেধাজ্ঞা কার্যকর করার আদেশ দিয়েছে ইরাকের শুল্ক বিভাগ। গত মাসে ইরাকে মদ উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। শনিবার শুল্ক বিভাগ এক বিবৃতিতে বলেছে, শুল্ক কর্তৃপক্ষ সমস্ত শুল্ক কেন্দ্রকে সব ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। নতুন এই আইন লঙ্ঘন করলে ১০ মিলিয়ন থেকে ২৫ মিলিয়ন দিনার বা ৭ হাজার ৭০০ মার্কিন ডলার থেকে ১৯ হাজার ডলার জরিমানা দিতে হবে। মদ বিক্রি, আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ করে নতুন যে আইন করা হয়েছে, তা মূলত ২০১৬ সালে তৎকালীন ইরাকি সংসদে অনুমোদিত হয়েছিল। তবে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ইরাকে এটি আইনে পরিণত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরাকে জনসম্মুখে মদ পান করার নিয়ম নেই। তবে দোকান থেকে অনেকেই মদ কিনতে পারে। বেশিরভাগ মদের দোকান খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষ দ্বারা পরিচালিত হয়।