১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধীদের শক্তি, পরিসংখ্যান দিয়ে বোঝালেন মমতা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 42

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পঞ্জাব বাদ দিয়ে বাকি চার রাজ্যের বিধানসভার ফলে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। স্বভাবতই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধান সভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত পদ্ম শিবির। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন এত উচ্ছ্বাসের কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধী জোটের শক্তি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

গোটা দেশে বিভিন্ন অঙ্গরাজ‌্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। বিজেপির বিধায়ক ১,৩০৬। তার মধ্যে ৮২৬টি গোবলয়ে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এই তথ‌্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি ভোটাধিকার রয়েছে বিধায়কদেরও।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

চলতি বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। তিনি থাকবেন, না কি অন‌্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব‌্য এদিন ইঙ্গিতবাহী। মনে করা হচ্ছে, এই ভোটকে সামনে রেখেই ২০২৪-এর নাড়াবাঁধা শুরু করতে পারে বিরোধী শিবির।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধীদের শক্তি, পরিসংখ্যান দিয়ে বোঝালেন মমতা

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পঞ্জাব বাদ দিয়ে বাকি চার রাজ্যের বিধানসভার ফলে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। স্বভাবতই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধান সভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত পদ্ম শিবির। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন এত উচ্ছ্বাসের কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধী জোটের শক্তি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

গোটা দেশে বিভিন্ন অঙ্গরাজ‌্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। বিজেপির বিধায়ক ১,৩০৬। তার মধ্যে ৮২৬টি গোবলয়ে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এই তথ‌্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি ভোটাধিকার রয়েছে বিধায়কদেরও।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

চলতি বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। তিনি থাকবেন, না কি অন‌্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব‌্য এদিন ইঙ্গিতবাহী। মনে করা হচ্ছে, এই ভোটকে সামনে রেখেই ২০২৪-এর নাড়াবাঁধা শুরু করতে পারে বিরোধী শিবির।