১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডোরিনা ক্রসিংয়ে চাকা ফেটে উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, আহত কমপক্ষে ২০

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 55

ক্রেন দিয়ে ওঠানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ছবি সন্দীপ সাহা

পুবের কলম ওয়েবডেস্কঃ ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন যাত্রী।  বাসটি পার্কসার্কাস  থেকে যাচ্ছিল হাওড়ার বাঁকড়ার দিকে। বাঁকড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাসের যাত্রীরা। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

প্রাথমিক ভাবে জানা যাছে বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ফেটে যায় বাসের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উল্টে যায়।

রবিবার দিনেদুপুরে এই দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ, আসে  দমকল। শুরু হয় উদ্ধার কাজ। বাসের চালক সহ বেশ কয়েকজনের আঘাত গুরুতর।আহতদের মধ্যে আছে বেশ কয়েকটি শিশুও।

আপাতত  ধর্মতলা থেকে মৌলালি  পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে।। ক্রেন দিয়ে সোজা করার করার চেষ্টা হচ্ছে বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালকের কেবিন সংলগ্ন সামনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে।  দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের আতঙ্কিত পরিজনরা ইতিমধ্যেই পুলিশের কাছে খোঁজ নিচ্ছেন পরিজনদের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডোরিনা ক্রসিংয়ে চাকা ফেটে উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, আহত কমপক্ষে ২০

আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন যাত্রী।  বাসটি পার্কসার্কাস  থেকে যাচ্ছিল হাওড়ার বাঁকড়ার দিকে। বাঁকড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাসের যাত্রীরা। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

প্রাথমিক ভাবে জানা যাছে বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ফেটে যায় বাসের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উল্টে যায়।

রবিবার দিনেদুপুরে এই দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ, আসে  দমকল। শুরু হয় উদ্ধার কাজ। বাসের চালক সহ বেশ কয়েকজনের আঘাত গুরুতর।আহতদের মধ্যে আছে বেশ কয়েকটি শিশুও।

আপাতত  ধর্মতলা থেকে মৌলালি  পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে।। ক্রেন দিয়ে সোজা করার করার চেষ্টা হচ্ছে বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালকের কেবিন সংলগ্ন সামনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে।  দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের আতঙ্কিত পরিজনরা ইতিমধ্যেই পুলিশের কাছে খোঁজ নিচ্ছেন পরিজনদের।