১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মামলা বাম আমলের ! আদালতে আত্মসমর্পণ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ বহু পুরনো এক মামলায় সম্প্রতি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই ঘটনায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন মন্ত্রী। বিধাননগরের এমপি এমএলএ কোর্টে (সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালত) এদিন আত্মসমর্পণ করেন তিনি। ১৬ নভেম্বরের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত।

নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । ফের ১৯ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেই খবর। বামফ্রন্টের শাসনকালে এক গাড়ির চালক বর্তমান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। বছরের পর বছর ধরে চলছে সেই মামলা। ওই মামলাতেই ৫ অক্টোবর মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর বিশেষ আদালত (সাংসদ ও বিধায়কদের)।

 এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আমি কিছুই বিশেষ জানি না। আইনজীবী সবটা জানেন। প্রায় ২২ বছর আগের একটা মামলা। যিনি করেছেন তিনি এখনও জীবিত কি না, সেটাও জানি না। আমাকে তলব করেই চলেছে। পুজোর পর ফের আসতে বলা হয়েছে।”

মাস পাঁচেক আগেই নারদ মামলায় প্রায় দু’সপ্তাহ সিবিআই হেফাজতে থাকতে হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। গত ১৭ মে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম,  পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে তাঁদের গৃহবন্দি করার কথা বলা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মামলা বাম আমলের ! আদালতে আত্মসমর্পণ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

আপডেট : ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বহু পুরনো এক মামলায় সম্প্রতি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই ঘটনায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন মন্ত্রী। বিধাননগরের এমপি এমএলএ কোর্টে (সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালত) এদিন আত্মসমর্পণ করেন তিনি। ১৬ নভেম্বরের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত।

নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । ফের ১৯ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেই খবর। বামফ্রন্টের শাসনকালে এক গাড়ির চালক বর্তমান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। বছরের পর বছর ধরে চলছে সেই মামলা। ওই মামলাতেই ৫ অক্টোবর মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর বিশেষ আদালত (সাংসদ ও বিধায়কদের)।

 এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আমি কিছুই বিশেষ জানি না। আইনজীবী সবটা জানেন। প্রায় ২২ বছর আগের একটা মামলা। যিনি করেছেন তিনি এখনও জীবিত কি না, সেটাও জানি না। আমাকে তলব করেই চলেছে। পুজোর পর ফের আসতে বলা হয়েছে।”

মাস পাঁচেক আগেই নারদ মামলায় প্রায় দু’সপ্তাহ সিবিআই হেফাজতে থাকতে হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। গত ১৭ মে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম,  পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে তাঁদের গৃহবন্দি করার কথা বলা হয়।