০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখছে কেন্দ্র, দরকার হলে দিল্লি গিয়ে আদায় করব’, বর্ধমানে মাটি উৎসব থেকে সোচ্চার মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বর্ধমানে মাটি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসব থেকেই বর্ধমানের উন্নতি, কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি।

মমতা এদিন বলেন কৃষকদের উন্নয়নের স্বার্থে এই মাটি উৎসব। ১১ বছরে ৫৭ লক্ষ টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ৮৯ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান। ২ হাজার ৩৮৫ কোটি টাকা সাহায্য।  খেত মজুরদের জন্য টাকা।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

মুখ্যমন্ত্রী এদিন বর্ধমানের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্ধমানকে কৃষি শিল্পের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা আমাদের গর্ব। কালনা থেকে শান্তিপুর জুড়তে নতুন সেতু তৈরি হচ্ছে। আমি চাই বর্ধমানে বড় বাজার, বাড়ি, হোটেল তৈরি হোক। অন্ডালে এয়ারপোর্ট আছে। বর্ধমানে হেলিপ্যাড তৈরি করে দেওয়া হল। ফলে যাতায়াতের সময় বাঁচবে। জলস্বপ্ন প্রকল্পে ২০২৪-এর মধ্যে সব ঘরে পানীয় জল। আশা, আইসিডিএস মেয়েদের জন্য মোবাইল ফোন।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

এইদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, বিজেপি ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। ছয় মাস ধরে টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখছে কেন্দ্র। দরকার হলে দিল্লি গিয়ে আদায় করব। দেশের মানুষ ভয়ে ভয় আছে। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেই ইডি, সিবিআই দেখিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে এক নেতার বিরুদ্ধেও ইডি’র নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষকদের স্বার্থে ২৬ দিন পর্যন্ত অনশন করেছিলাম।

মুখ্যমন্ত্রী এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে। কৃষকদের মান্ডিতে কোনও অনিয়ম হলেই ব্যবস্থা। ধান বিক্রি করতে গেলে ঘোরানো যাবে না। ধান ফিরিয়ে দিলে সময়মতো কাজ করলে ব্যবস্থা নিতে হবে। জমি মিউটেশনের জন্য বেশি সময় নেওয়া যাবে না। কৃষক মান্ডিতে যেন ধানের ওজন ঠিকঠাক হয়। হয়রানি করা হলেই কড়া অ্যাকশন।

উল্লেখ্য,  প্রতি বছরের মতো এবারেও মাটি উৎসবের সূচনায় বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে যাবেন আসানসোলেও, করবেন জনসভাও।  রাজ্যে পালাবদলের পর প্রতিবছর মাটি উৎসব হয় পূ্র্ব বর্ধমানে। এবার ব্যতিক্রম হয়নি। ২৭ জুন,  সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ভোটারদের ধন্যবাদ জানাতে ২৮ জুন শহরের আসানসোলের পোলো গ্রাউন্ডে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ৩ সফরের শেষদিন, ২৯ জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানে প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখছে কেন্দ্র, দরকার হলে দিল্লি গিয়ে আদায় করব’, বর্ধমানে মাটি উৎসব থেকে সোচ্চার মমতা

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বর্ধমানে মাটি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসব থেকেই বর্ধমানের উন্নতি, কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি।

মমতা এদিন বলেন কৃষকদের উন্নয়নের স্বার্থে এই মাটি উৎসব। ১১ বছরে ৫৭ লক্ষ টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ৮৯ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান। ২ হাজার ৩৮৫ কোটি টাকা সাহায্য।  খেত মজুরদের জন্য টাকা।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

মুখ্যমন্ত্রী এদিন বর্ধমানের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্ধমানকে কৃষি শিল্পের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা আমাদের গর্ব। কালনা থেকে শান্তিপুর জুড়তে নতুন সেতু তৈরি হচ্ছে। আমি চাই বর্ধমানে বড় বাজার, বাড়ি, হোটেল তৈরি হোক। অন্ডালে এয়ারপোর্ট আছে। বর্ধমানে হেলিপ্যাড তৈরি করে দেওয়া হল। ফলে যাতায়াতের সময় বাঁচবে। জলস্বপ্ন প্রকল্পে ২০২৪-এর মধ্যে সব ঘরে পানীয় জল। আশা, আইসিডিএস মেয়েদের জন্য মোবাইল ফোন।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

এইদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, বিজেপি ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। ছয় মাস ধরে টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখছে কেন্দ্র। দরকার হলে দিল্লি গিয়ে আদায় করব। দেশের মানুষ ভয়ে ভয় আছে। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেই ইডি, সিবিআই দেখিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে এক নেতার বিরুদ্ধেও ইডি’র নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষকদের স্বার্থে ২৬ দিন পর্যন্ত অনশন করেছিলাম।

মুখ্যমন্ত্রী এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে। কৃষকদের মান্ডিতে কোনও অনিয়ম হলেই ব্যবস্থা। ধান বিক্রি করতে গেলে ঘোরানো যাবে না। ধান ফিরিয়ে দিলে সময়মতো কাজ করলে ব্যবস্থা নিতে হবে। জমি মিউটেশনের জন্য বেশি সময় নেওয়া যাবে না। কৃষক মান্ডিতে যেন ধানের ওজন ঠিকঠাক হয়। হয়রানি করা হলেই কড়া অ্যাকশন।

উল্লেখ্য,  প্রতি বছরের মতো এবারেও মাটি উৎসবের সূচনায় বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে যাবেন আসানসোলেও, করবেন জনসভাও।  রাজ্যে পালাবদলের পর প্রতিবছর মাটি উৎসব হয় পূ্র্ব বর্ধমানে। এবার ব্যতিক্রম হয়নি। ২৭ জুন,  সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ভোটারদের ধন্যবাদ জানাতে ২৮ জুন শহরের আসানসোলের পোলো গ্রাউন্ডে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ৩ সফরের শেষদিন, ২৯ জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানে প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন তিনি।