১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে গিয়ে সরকারি দফতর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন সরকারি কর্মচারীদের সঙ্গে

চামেলি দাস
  • আপডেট : ৫ মে ২০২৫, সোমবার
  • / 352

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার মুর্শিদাবাদ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মু্র্শিদাবাদে পৌঁছেই সরকারি অফিস পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখলেন বিভিন্ন সরকারি দফতর। কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও জেলাশাসক।

আরও পড়ুন:জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

ওয়াকফ ইস্যুতে ১১ এপ্রিল উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। একের পর এক বাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদ যান ডিজি-সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তারা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল অপরাধীরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়। ধরপাকড় চলে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এখন সামশেরগঞ্জ যাওয়ার সময় নয়, পরিস্থিতি শান্ত হলে তিনি যাবেন।” সেই মতোই সোমবার মুর্শিদাবাদে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

সোমবার মুর্শিদাবাদে নেমেই মুখ্যসচিব ও জেলাশাসককে সঙ্গে নিয়ে একাধিক সরকারি দফতরে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন কর্মীদের সঙ্গে। ঠিক মতো কাজ হচ্ছে কিনা তাও জানতে চান তিনি।  মঙ্গলবার সামশেরগঞ্জের ধুলিয়ানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। শুনবেন তাঁদের সমস্যা।  ইতিমধ্যেই আর্থিক সাহায্য ও ক্ষতিপূরণের কাজ শুরু করা হয়েছে বলে খবর। প্রশাসনিক কর্তাদের সঙ্গে তা নিয়েও কথা বলবেন তিনি। এরপর সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভা করার কথা।  সভা থেকে প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘SIR হলেও অন্তত ১টি আসন বাড়াব, বিজেপিকে নামাব ৫০-এ’, চ্যালেঞ্জ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদে গিয়ে সরকারি দফতর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন সরকারি কর্মচারীদের সঙ্গে

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার মুর্শিদাবাদ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মু্র্শিদাবাদে পৌঁছেই সরকারি অফিস পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখলেন বিভিন্ন সরকারি দফতর। কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও জেলাশাসক।

আরও পড়ুন:জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

ওয়াকফ ইস্যুতে ১১ এপ্রিল উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। একের পর এক বাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদ যান ডিজি-সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তারা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল অপরাধীরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়। ধরপাকড় চলে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এখন সামশেরগঞ্জ যাওয়ার সময় নয়, পরিস্থিতি শান্ত হলে তিনি যাবেন।” সেই মতোই সোমবার মুর্শিদাবাদে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

সোমবার মুর্শিদাবাদে নেমেই মুখ্যসচিব ও জেলাশাসককে সঙ্গে নিয়ে একাধিক সরকারি দফতরে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন কর্মীদের সঙ্গে। ঠিক মতো কাজ হচ্ছে কিনা তাও জানতে চান তিনি।  মঙ্গলবার সামশেরগঞ্জের ধুলিয়ানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। শুনবেন তাঁদের সমস্যা।  ইতিমধ্যেই আর্থিক সাহায্য ও ক্ষতিপূরণের কাজ শুরু করা হয়েছে বলে খবর। প্রশাসনিক কর্তাদের সঙ্গে তা নিয়েও কথা বলবেন তিনি। এরপর সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভা করার কথা।  সভা থেকে প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘SIR হলেও অন্তত ১টি আসন বাড়াব, বিজেপিকে নামাব ৫০-এ’, চ্যালেঞ্জ অভিষেকের