পুবের কলম প্রতিবেদকঃ বিধানসভার অধিবেশন নিয়ে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর থেকে রাজ্যপালের ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। নজিরবিহীনভাবে মধ্যরাতে বিধানসভার অধিবেশন ডেকেছেন তিনি। শুধু তাই নয় সরকারের একটা ক্লারিক্যাল মিসটেককে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র করে তুলেছেন তিনি। এবার সেই সমস্যা সমাধানে আসরে নামলেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এর কারণ ব্যাখ্যা করলেন তিনি।
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে জানিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে যে নোট পাঠানো হয়েছিল তাতে পিএম বলেই উল্লেখ ছিল। পরবর্তীতে টাইপের সময় সেটি ভুলবশত এএম হয়ে গিয়েছে। গোটা বিষয়টি সংশোধন করে নেওয়া হবে। বিষয়টি সংশোধনের জন্য ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই এ বিষয়ে সংশোধন করার জন্য সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ বাজেট অধিবেশন পূর্বনির্ধারিত অর্থাৎ ৭ মার্চেই অনুষ্ঠিত হবে। অধিবেশন শুরু হবে দুপুর দুটোয়।
এদিন দুপুরে রাজ্যপালের টুইটের পর শোরগোল পড়ে যায়। জানা যায় যে, নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা। রাত ২টোর সময় বিধানসভার অধিবেশন ডাকেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
জানান, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে সায় দিয়ে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন বসবে ৭ মার্চ ২টোর সময়। অর্থাৎ, ৬ মার্চ রাত ২টোয় শুরু হবে অধিবেশন।এবার দেখার নয়া সিদ্ধান্ত ঘোষণার পর শেষ পর্যন্ত কোন দিকে যায় ঘটনাপ্রবাহ।






























