২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
এখানে মেঘ গাভীর মতো চরে…..

চামেলি দাস
- আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 172
পুবের কলম ওয়বডেস্ক: আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে নিম্নচাপ। স্থলভাগে নিম্নচাপ আছড়ে পড়ার আগেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে তিলোত্তমার রূপ খোলতাই হয়েছে। তবে বৃষ্টির জেরে ভোগান্তিতেও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিপর্যয় মোকাবিলা নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জরুরি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কলকাতার রাস্তায় ইলশে গুঁড়ির ছোঁয়া। এখন ঝমঝম করে নামেনি বৃষ্টি। তবে তাতেই মোহময়ী হয়ে ওঠেছে সিটি অফ জয়।

পুরনো কলকাতার অলিতে-গলিতে রূপকথারা গল্প করে। বৃষ্টিতে সেই গল্পেরা যেন ডানা মেলেছে।
